কোহলি আমাকে সব সময়ই স্লেজ করে: মুশফিক

উইকেটের পেছন থেকে মুশফিকুর রহিম কেমন আচরণ করে থাকেন সেটা নিয়ে আগেও বিরাট কোহলি কথা বলেছিলেন। করোনার সময় তামিম ইকবালের ফেসবুক লাইভে ভারতীয় ব্যাটারের মুখেই সেসব শোনা গেছে। ফেসবুক লাইভের ওই ইন্টারভিউতে তামিমের প্রশ্ন ছিল- কেমন লাগে যখন একটা বিশাল টার্গেট চেজ করতে হয়? মানসিক প্রস্তুতি কেমন থাকে? জবাবে কোহলি বলেছিলেন, ‘কখনও কখনও মুশফিকের মতো অনেকে কিছু না কিছু বলে সাহায্য করে দেয়। তাতে আমি আরও বেশি আত্মবিশ্বাস ফিরে পাই।’  

বিশ্বকাপে ভারত-বাংলাদেশের ম্যাচের আগেও উঠে এলো স্লেজিং প্রসঙ্গ। এবার মুশফিকুর রহিম নিজেই জানালেন ভারতীয় এই তারকা ব্যাটার স্লেজিংয়ে কতটা পারদর্শী। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মুশফিক বলেছেন, কোহলি তাকে সবসময়ই স্লেজ করে থাকেন, ‘তার বিপক্ষে যখনই খেলি, সে সবসময় আমাকে স্লেজ করার চেষ্টা করে। কারণ সে ভীষণ লড়াকু মানসিকতার। সে কখনও ম্যাচ হারতে চায় না। আমি তার এবং ভারতের সঙ্গে লড়াইয়ের এই মানসিকতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভীষণ পছন্দ করি।’

মুশফিক আরও জানিয়েছেন, কোহলিকে স্লেজ করলেই বরং বিপদ। কারণ, ‘কিছু ব্যাটার থাকে যারা স্লেজিং ভীষণ পছন্দ করেন। তাতে বরং আরও আগ্রাসী হয়ে ওঠেন। ফলে আমি কোহলিকে সেটা করতে যাই না। কারণ, তাতে সে আরও আগ্রাসী হয়ে ওঠে। আমি শুধু বোলারদের বলি, তাকে যত দ্রুত পারো আউট করো।’