ইমার্জিং দল

নাবিলের ৯২ রানে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

আক্ষেপ করতেই পারেন প্রান্তিক নওরোজ নাবিল। যুব বিশ্বকাপজয়ী দলের এই ব্যাটার সেঞ্চুরির কাছেই ছিলেন। কিন্তু আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যাওয়াতে ৮ রানের জন্য লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি হাতছাড়া হয়ে যায় তার। যদিও তার এই ইনিংসের ওপর ভর করে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশ ইমার্জিং দল ২১ রানে জয় পায়। শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে তারা।

রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। আহান বিক্রমাসিংহে ও সোনাল দিনুশার জোড়া হাফ সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৯৮ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় স্বাগতিকরা। জবাবে খেলতে নেমে অমিত হাসান শূন্য রানে ফেরেন। দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেন ইমন ও নাবিল গড়েন ৬২ রানের জুটি। ২৮ বলে ৩৫ রান করে ইমন আউট হলে তৃতীয় উইকেটে বড় জুটির দিকে এগিয়ে যাচ্ছিলেন নাবিল ও মাহমুদুল হাসান জয়। 

আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে এই জুটি ১৩০ রান তুলে ফেলে। শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ানো সম্ভব না হলেও ম্যাচের ফলের জন্য ডিএলএস মেথডে যেতে বাধ্য হয়েছেন অফিশিয়ালরা। তখন বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ হয় ১৮০ রান।

৩৬ ওভারে উইকেট ও রান তোলার হারে ২১ রানে জয়ী ঘোষণা করা হয় বাংলাদেশকে। ৬৯ বলে ৪ চারে ৫৭ রানে অপরাজিত থাকেন জয়। অন্যদিকে সেঞ্চুরি না হওয়ার আক্ষেপ নিয়ে ড্রেসিংরুমে ফেরেন নাবিল। ১১৬ বলে ৯ চার ও ১ ছক্কায় ৯৮ রানের ইনিংসটি সাজান মিডল অর্ডার এই ব্যাটার।

এর আগে অধিনায়ক আহানের ৭৭ ও সোনালের ৬২ রানে ৭ উইকেটে ২৯৭ রান তোলে শ্রীলঙ্কা ইমার্জিং দল। বাংলাদেশের বোলারদের মধ্যে পেসার মুশফিক হাসান সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন।