বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য অস্ট্রেলিয়ার। আর পাকিস্তান তাদের মুখোমুখি হবে জয়ে ফেরার মিশনে। এই ম্যাচের আগে দুই দল ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ১০৭ বার। ৬৯ ম্যাচ জিতে এগিয়ে অজিরা, পাকিস্তানের জয় ৩৪টি। তিন ম্যাচ অমীমাংসিত থেকেছে, একটি টাই।
দুই দেশের কয়েকজন খেলোয়াড় কিছু মাইলফলক ছোঁয়ার হাতছানি নিয়ে মাঠে নামছে।
ডেভিড ওয়ার্নার আর ৯টি চার মারলেই ওয়ানডেতে ৭০০টি চারের মাইলফলক ছোঁবেন। তাতে করে আন্তর্জাতিক ক্রিকেটেও ২ হাজার চারের ক্লাবে নাম লিখবেন অস্ট্রেলিয়ান ওপেনার।
অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা ওয়ানডেতে ১৫০ উইকেট পূর্ণ করার পথে। এজন্য চাই আর ৩টি উইকেট।
৫০টি ছক্কার মাইলফলক ছুঁতে অস্ট্রেলিয়ার ব্যাটার মার্কাস স্টয়নিসের প্রয়োজন আর চারটি ছয়।
আর একটি ছক্কা মারলে স্টিভ স্মিথ ওয়ানডেতে ৫০টি ছয়ের কীর্তি গড়বেন।
গ্লেন ম্যাক্সওয়েলকে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০টি ছয়ের মাইলফলক ছুঁতে হলে মারতে হবে আর ৭টি ছয়।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ওয়ানডেতে ৫০তম ক্যাচের থেকে ৩টি ক্যাচ দূরে রয়েছেন। এই ফরম্যাটে ৫০০টি চারের রেকর্ড স্পর্শ করার জন্য তার চাই আর ৪টি চার।
আর ৫৯ রান করলে ওয়ানডেতে ২ হাজার রানের ক্লাবে নাম লিখবেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
হাসান আলি ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরির সামনে রয়েছেন। আর ২ উইকেট নিলেই আন্তর্জাতিক ওয়ানডেতে পাকিস্তানি পেসার সেই কীর্তি গড়বেন।