ভারতের স্কোর সমতায়। জিততে আর এক রান দরকার, আর সেঞ্চুরি মারতে কোহলির চাই তিনটি রান। ৪২তম ওভারে নাসুম আহমেদের প্রথম বল কোহলির লেগসাইড দিয়ে বেরিয়ে যায়। ভারতীয় ব্যাটার হতবাক হয়ে আম্পায়ারের দিকে তাকালেন, কিন্তু ওয়াইড দিয়ে তাকে হতাশ করেননি রিচার্ড কেটেলবোরো। অনফিল্ড আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিভক্তি। ওয়াইড না দেওয়ায় সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি করে ফেলেন কোহলি। কিন্তু বিতর্কিত সিদ্ধান্তে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এনিয়ে এবার মন্তব্য করলেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।
২৫৭ রানের লক্ষ্যে নেমে ভারত ৪১ ওভারে শেষ করে ২৫৬ রানে। ৯৭ রানে অপরাজিত থেকে ৪২তম ওভার শুরু করেন কোহলি। প্রথম বলটি ওয়াইড দিলে ভারত জিতে যায়, কিন্তু তার সেঞ্চুরির আক্ষেপ থাকতো। আম্পায়ার ওয়াইড দেননি, পরে তৃতীয় বলে এক শটে ছক্কা মেরে সেঞ্চুরি করেন ও ভারতকে জেতান কোহলি। ৪৮তম ওয়ানডে সেঞ্চুরিতে শীর্ষ সেঞ্চুরিয়ান শচীন টেন্ডুলকারের সঙ্গে ব্যবধান একে নামালেন তিনি।
ওই বলটি ওয়াইড না দেওয়ায় খুশি ভারতীয় ক্রিকেট ভক্তরা। হরভজনেরও কোনও অভিযোগ নেই। তিনি বললেন, ‘আমি মনে করি ওটা আসলে ওয়াইড বল ছিল। এটা ওয়াইডই। যাই হোক, এটা একপাশে সরিয়ে রাখি। আমি মনে করি বিরাট কোহলি সুন্দরভাবে ব্যাট করেছে। সম্ভবত শুধু ভারতীয়রাই নয়, আম্পায়ারও দেখতে চাইছিল বিরাট কোহলি সেঞ্চুরি করুক। সম্ভবত এটাই ছিল কারণ (ওয়াইড না দেওয়া)। তাকে এই ফর্মে দেখে ভালো লাগছে। কেন এটা ওয়াইড দেওয়া হলো না, তা নিয়ে কোনও অভিযোগ নেই।’