দ্রুত উইকেট নেওয়ার লক্ষ্যে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান

ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর ভিন্ন কম্বিনেশন নিয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। বাবর আজম টস জিতেছেন এবং ফিল্ডিং নিয়েছেন।

টসে হেরে ব্যাটিং পেয়ে আক্ষেপ নেই অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের। যদিও টস জিতলে তিনিও বোলিং নিতেন বলেছেন। একই দল নিয়ে মাঠে নামছেন অজি অধিনায়ক। 

আর বাবর দ্রুত অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার এলোমেলো করে দিতে চান। পাঁচ দিন পর মাঠে নামছে পাকিস্তান। বেশ ফুরফুরে মেজাজে পুরো দল। একটি পরিবর্তন একাদশে, শাদাব খান আউট, ঢুকেছেন উসামান মীর।

অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, উসামা মীর।