ক্যাচ মিসের মুহূর্তটি ওয়ার্নারের চোখেই পড়েনি!

ডেভিড ওয়ার্নারের বিস্ফোরক ইনিংস জয়ের পথ গড়ে দিয়েছে অস্ট্রেলিয়ার। তার ১৬৩ রানের অনবদ্য ইনিংসের পর অজিরা ৬২ রানে পাকিস্তানকে হারিয়েছে। অবশ্য এমন ইনিংসটা খেলা হতো না যদি পঞ্চম ওভারে তার ক্যাচটা উসামা মির নিতে পারতেন! শাহীন আফ্রিদির বলে ওঠা ক্যাচটা ফেলে দিয়েছিলেন তিনি! যদিও ওয়ার্নার জানিয়েছেন, ক্যাচ ফেলার সেই মুহূর্তটি দেখার সুযোগ-ই হয়নি তার। 

জীবন পাওয়ার মুহূর্তে ওয়ার্নার ১০ রানে ব্যাট করছিলেন। অস্ট্রেলিয়ার স্কোর ছিল বিনা উইকেটে ২২। তার পর ৯টি ছক্কা ও ১৪টি চারে বিস্ফোরক এক ইনিংস খেলেছেন। সঙ্গী মিচেল মার্শও উপহার দিয়েছেন ১২১ রানের অসাধারণ একটি ইনিংস। তাতে ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়া যোগ করে ২৫৯ রান। তাদের ব্যাট ভর করেই অজিরা শুরুতে ব্যাট করে ৯ উইকেটে পায় ৩৬৭ রানের বিশাল লক্ষ্য। ক্যাচ মিসের মুহূর্তটি নিয়ে ওয়ার্নার বলেছেন, ‘সে (উসামা) যে ক্যাচটা মিস করেছে আমি সেটা দেখতে পারিনি। আমি বিসনের পেছনে ছিলাম (মার্শের ডাক নাম)। তখন আমি খুশিও ছিলাম না কারণ সিঙ্গেল নিতে পারিনি।’

পাকিস্তানের বিপক্ষে জয়ের ফলে বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা আবারও পুনরুজ্জীবিত করেছে অজি দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।