রান তাড়ায় কোহলির অভ্যন্তরীণ কম্পিউটার আছে: ওয়াটসন

বিশ্বকাপের পাঁচ ম্যাচেই রান তাড়া করে জিতেছে ভারত। চ্যালেঞ্জিং স্কোরের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি শেষ দুটি ম্যাচে রেখেছেন অনবদ্য অবদান। রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলার পর ডানহাতি ব্যাটারকে প্রশংসায় ভাসালেন সাবেক অস্ট্রেলিয়া অলরাউন্ডার শেন ওয়াটসন। তার মতে, সাদা বলের ক্রিকেটে রান তাড়ায় কোহলির অভ্যন্তরীণ কম্পিউটার আছে।

ধর্মশালায় ম্যাচ শেষে স্টার স্পোর্টসকে ওয়াটসন বলেন, ‘বিরাটের অভ্যন্তরীণ কম্পিউটার আছে, যেটা খুব নিখুঁতভাবে কাজ করে। সে জানে সঠিক সময়ে কী করতে হবে। এটা কোনও সহজ ব্যাপার নয়। একটি অপরাজিত দলের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ, যারা দারুণ ফর্মে। সেখানে তার অভ্যন্তরীণ কম্পিউটার নিজের কাজ করেছে। এটা দেখা সত্যিই অসাধারণ।’

২৭৪ রানের লক্ষ্যে ১২তম ওভারে ক্রিজে নামেন কোহলি। অন্য প্রান্তের ব্যাটারদের যাওয়া আসা দেখলেও তিনি ছিলেন অবিচল। কোহলির সামর্থ্যের প্রশংসা করে ওয়াটসন বলেছেন, ‘লোকেদের বুঝতে হবে রান তাড়া করা সহজ নয়। কিন্তু কোহলি সেটাকে সহজ বানিয়েছে। সে এটা দীর্ঘদিন ধরে করেছে যে মনে হয় খুব সহজ কাজ।’

বিশ্বকাপের পাঁচ ম্যাচে চারটিতে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন কোহলি। শুধু পাকিস্তানের বিপক্ষে ফিফটি করতে পারেননি। বাংলাদেশের বিপক্ষে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া প্রথম দুটি ম্যাচে ৮৫ ও অপরাজিত ৫৫ রান করেন।