মাংসপেশির চোটের কারণে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ছিলেন না সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরবেন কিনা সেটিও স্পষ্ট করে জানাননি। সোমবার ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে নিজের ইনজুরির অবস্থা বর্ণনা করেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। তবে তিনি খেলবেন কিনা সেই ব্যাপারে কিছুই বলেননি বাংলাদেশের অধিনায়ক।
সোমবার অনুশীলনের আগে গণমাধ্যমের সাথে কথা বলেন সাকিব। ফলে অনুশীলনে কেমন অনুভব করেন, সেটি এখনও বোঝা যাচ্ছে না। যদিও সাকিব জানিয়েছেন রবিবারের অনুশীলনে খারাপ কিছু অনুভব করেননি তিনি। তবে খেলতে পারবেন এটাও নিশ্চিত করলেন না এখনই। আজকের অনুশীলনের ওপরই নির্ভর করছে সব।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গতকাল যখন ট্রেনিং করেছি তখন কোনও কিছু (ব্যথা) অনুভূত হয়নি। নেগেটিভ কোনও কিছু অনুভব করিনি। আজ আবার ট্রেনিং করবো, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমি পুরোপুরি ফিট ইনশাআল্লাহ।’
শতভাগ ফিট না হলেও খেলবেন কি না এই প্রশ্ন করা হলে সাকিব উল্টো জানতে চান, 'ফিটনেসের প্যারামিটার আসলে কী?'
সাকিব জানিয়েছেন, সোমবার ফিটনেস পরীক্ষা হবে, সেখানে পাশ করতে পারলেই খেলার নিশ্চয়তা পাওয়া যাবে, ‘হ্যাঁ, আজকের ফিটনেস পরীক্ষা (শেষে বোঝা যাবে)। ব্যাটিংয়ে গতকালকে কোনও সমস্যা হয়নি। মনে হয় না আজকেও কোনও সমস্যা হবে। রানিং করা হয়নি, রানিং করে দেখা হবে। যদি রানিংয়ে কোনও সমস্যা না থাকে তাহলে আলহামদুলিল্লাহ (খেলতে পারবো)।'