বিশ্বকাপে খেলা দেখেছেন রেকর্ড সংখ্যক দর্শক

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে এবারের বিশ্বকাপ ফাইনাল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতকে হারিয়ে ষষ্ঠ ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। একই মাঠে হয়েছিল ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। দুটো খেলাতেই দর্শকের উপচে পড়া ভিড় ছিল। আইসিসি বলছে, শুধু এই দুই ম্যাচে নয়, পুরো বিশ্বকাপে দর্শক উপস্থিতি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বরের এই ইভেন্টে সব মিলিয়ে ১২ লাখ ৫০ হাজার ৩০৭ জন দর্শক স্টেডিয়ামে খেলা দেখেছেন। আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ সালের বিশ্বকাপে। ওইবার ১০ লাখ ১৬ হাজার দর্শক স্টেডিয়ামে খেলা দেখেছিলেন।

এবারের প্রতিযোগিতার ছয় ম্যাচ বাকি থাকতেই দর্শক উপস্থিতি ১০ লাখ ছাড়িয়ে যায় বলে আইসিসি জানিয়েছে।

আইসিসি হেড অব ইভেন্টস ক্রিস টেটলি বলেছেন, এই ওয়ানডে বিশ্বকাপ বিরাট সাফল্যের মুখ দেখেছে। তার ভাষ্যে, ‘এই ইভেন্ট শুধু বিনোদিতই করেনি, বিশ্বের সব ক্রিকেট ভক্তদের একত্রিত করেছে।’