আধাঘণ্টা পরপরই বিশ্বকাপ জয়ের কথা মনে পড়ছে কামিন্সের

শক্তিশালী ভারতকে ফাইনালে তাদের মাটিতে পাত্তাই দেয়নি অস্ট্রেলিয়া, যারা কিনা প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করেছিল। আহমেদাবাদে রবিবার ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ ট্রফি জেতে অজিরা। বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব পাওয়ার তিন দিন পর দেশে ফিরেছেন দলের একাংশ, যাদের মধ্যে আছেন অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্বজয়ের শিহরণ বারবার ফিরে আসছে তার মনে।

সিডনি বিমানবন্দরে ট্রফি নিয়ে কামিন্স নামলেও তাদের রাজকীয় অভ্যর্থনা পেতে দেখা যায়নি। সংবাদমাধ্যমের উপস্থিতিও ছিল হাতেগোনা। অন্য যাত্রীরাও যে যার কাজে ব্যস্ত ছিলেন। মনে হচ্ছিল, বিশ্বকাপ জেতা এমন কিছু নয়। এই পরিস্থিতি কিন্তু কামিন্সের আনন্দ মাটি করতে পারেনি।

দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কামিন্স বলেছেন, ‘প্রতি আধাঘণ্টা পরপর মনে হচ্ছে মাত্র বিশ্বকাপ জিতলাম। আবারও রোমাঞ্চিত হয়ে উঠছি। আমরা এখনও শিহরিত হচ্ছি।’

গত জুনে ভারতকে ফাইনালে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মাটিতেও অ্যাশেজ সিরিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখে। সবশেষ বিশ্বকাপ জিতলো তারা। বছরটা কামিন্সের জন্য স্মরণীয় হয়ে থাকবে, ‘এটা দারুণ একটি বছর। সেরা অবস্থানে থেকে শেষ করা চমৎকার। আমি মনে করি তারা তাদের লিগ্যাসি তৈরি করেছে।’

বিশ্বকাপ জেতাকে অন্যভাবে দেখছেন অস্ট্রেলিয়া অধিনায়ক, ‘বিশ্বকাপ আপনাকে চার বছর পর একটি সুযোগ দেয়। আর বিশেষ করে ভারতের মতো জায়গায় খেলা সবসময় কঠিন। প্রতিপক্ষের মাঠে অ্যাশেজ সিরিজ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, এর চেয়ে ভালো পরিকল্পনা আমরা করতে পারতাম না। সত্যিই দারুণ একটি দল।’