নেতৃত্ব পাওয়ার পর কেন্দ্রীয় চুক্তিতে শান মাসুদের পদোন্নতি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে সবচেয়ে নিচের ক্যাটাগরির হলো ‘ডি’, সেখানেই ছিল শান মাসুদের নাম। সম্প্রতি বাবর আজমের পদত্যাগের পর তাকে দেওয়া হয়েছে টেস্টের নেতৃত্ব। একজন অধিনায়ককে কীভাবে রাখা যায় চুক্তির সবচেয়ে নিচের ক্যাটাগরিতে! পিসিবির পলিসি বলছে, কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির নিচে থাকা কেউ টেস্ট অধিনায়ক হলে তাকে অন্তত ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করতে হবে। নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তিতে মাসুদের পদোন্নতি হয়েছে।

বৃহস্পতিবার পিসিবি এক ঘোষণায় জানায়, মাসুদকে ডি থেকে বি ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরের আগে এই সুখবর পেলেন মাসুদ। অধিনায়কত্ব যতদিন আছে, ততদিন এই ক্যাটাগরি অনুযায়ী বেতন পাবেন তিনি। 

অবশ্য এই পদোন্নতির আগেই বুধবার এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় চুক্তি নিয়ে প্রশ্ন ছুটে এলে মাসুদ বলেছিলেন, ‘আমার জন্য পাকিস্তানই গুরুত্বপূর্ণ। ক্যাটাগরি কোনও ব্যাপার নয় আমার কাছে, কেন্দ্রীয় চুক্তিতে থাকাই বিশাল সম্মানের। আমি এই সুযোগ পেয়ে রোমাঞ্চিত। আমি কোন ক্যাটাগরিতে আছি সেটা নিয়ে মাথাব্যথা নেই, এটা নির্বাচক কমিটির ব্যাপার।’