সাকিব নয়, রংপুরের অধিনায়ক সোহান

দলে যখন সাকিব আল হাসান, তখন তাকেই নেতৃত্বে প্রত্যাশা করা স্বাভাবিক। রংপুর রাইডার্সে বাঁহাতি অলরাউন্ডারের আগমনে তাকেই দলটির অধিনায়ক ভাবা হচ্ছিল। কিন্তু বিস্ময়করভাবে রংপুর উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দেওয়ার ঘোষণা দিলো।

বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিবই রংপুরের দায়িত্ব নিতে যাচ্ছেন, এমন গুঞ্জন সত্যি না হওয়ার কারণ জানালেন দলটির সিইও ইশতিয়াক সাদিক। তিনি জানালেন, অধিনায়কত্বের মতো বাড়তি চাপ নিতে রাজি ছিলেন না  সাকিব। এ কারণেই গত আসরের মতো সোহানের কাঁধেই থাকলো সাবেক চ্যাম্পিয়নদের নেতৃত্ব। 

মঙ্গলবার গণমাধ্যমের কাছে এনিয়ে ব্যাখ্যা দেন ইশতিয়াক, ‘আমরা সাকিব আল হাসানকে (অধিনায়কত্ব দেওয়ার) নিয়ে ভাবছিলাম। কিন্তু সে আমাদের এসে বলেছে, অধিনায়কত্বের চাপ নিতে ইচ্ছুক নয় তিনি। এজন্যই আমরা নুরুল হাসান সোহানকে নির্বাচিত করেছি। সে সবসময় আমাদের প্রিয় ক্রিকেটার এবং ভাইয়ের মতো।’

ইশতিয়াক আরও জানান, বিপিএলের পর্দা ওঠার আগের দিন ১৮ জানুয়ারি যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন সাকিব। গত বছরের নভেম্বরে বিশ্বকাপ চলাকালে চোখের সমস্যায় পড়েন বাঁহাতি অলরাউন্ডার।অসুখটির চিকিৎসা করাতে লন্ডনে গেছেন সাকিব।

২০১৭ সালের চ্যাম্পিয়ন রংপুর তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ জানুয়ারি। মিরপুরে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।