রংপুরে যোগ দিয়ে মুমিনুল, ‘চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো’

চলমান বিপিএলে শুরুতে দল পাননি মুমিনুল হক। তাই শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিয়ে কাজ করছিলেন। হঠাৎ রংপুর রাইডার্সের ব্যাটার বাবর আজম চলে যাওয়ায় কপাল খুলে যায় তার। তার বদলে মুমিনুলকে রংপুর দলে ভিড়িয়েছে।

রংপুরে সুযোগ পেয়ে আজ গণামাধ্যমে কথা বলেছেন তিনি।বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে রংপুরের অনুশীলনের পর মুমিনুল বলেছেন, ‘সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া। রংপুরকেও ধন্যবাদ দেওয়া উচিত, তারা এই বছর আমাকে বিপিএলে সুযোগ করে দিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, বাকিটা আল্লাহর ওপরে।’

মুমিনুল এখন পুরোপুরি টেস্ট ব্যাটার। সেই তকমাই লেগে গেছে তার। বিপিএলেও সর্বশেষ খেলেছেন ২০২১-২২ মৌসুমে। সতীর্থরা যেখানে টুর্নামেন্ট খেলে যাচ্ছেন, সেখানে সুযোগই পাননি মুমিনুল। এই সময়টা যে বামহাতির খারাপ লেগেছে সেটা অস্বীকার করেননি তিনি, ‘পুরো বিপিএলের খেলা দেখেছি। প্র্যাকটিসও করছিলাম। সামনে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আপনি যেভাবে বলছেন, ওরকম খারাপ লাগেনি। যদি অনেস্টলি বলেন, একটু খারাপ লাগবেই, খুব বেশি যে খারাপ লাগসে, সেটাও না আবার। এমন খারাপ লাগছিল না যেটা হলে হতাশ হয়ে যাবো। সবাই যেহেতু খেলতেসে, আমারও একটু খেলার ইচ্ছা ছিল।’

রংপুরে ‍সুযোগ পেয়ে মুমিনুলের এখন প্রত্যাশা, ‘প্রত্যাশা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার। যেই দলেই খেলি, চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। দলের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করবো। যতটুকু পারি আলহামদুলিল্লাহ। বিপিএল দেখে মনে হচ্ছে ব্যাটারদের রান করতে কষ্ট হচ্ছে। বোলাররা অনেক আনন্দ-উল্লাসে উইকেট পাচ্ছে। দেখলাম ভালোই বোলিং করছে বোলাররা। যে কন্ডিশন থাকছে, তা ব্যবহার করার চেষ্টা করছে। ব্যাটসম্যানদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে।’