টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই বিদায় বলবেন ওয়ার্নার 

টেস্ট আর ওয়ানডে থেকে অবসর নিয়ে ফেলেছেন ডেভিড ওয়ার্নার। এবার নিশ্চিত করলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ভাগ্যও। গতকাল নিশ্চিত করেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা তৃতীয় টি-টোয়েন্টিটি ছিল তার ঘরের মাঠে শেষ ম্যাচ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই বিদায় বলবেন জাতীয় দলকে। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সিরিজে সেরা খেলোয়াড় ছিলেন ওয়ার্নার। শেষ ম্যাচের পর পার্থে এক প্রশ্নের জবাবে ৩৭ বছর বয়সী জানান, ‘হ্যাঁ, সত্যিকার অর্থে ঘরের মাঠেই এটা আমার শেষ।’

ঘরের মাঠে শেষ ম্যাচে ৩৭ রানে অজিরা হারলেও ব্যাট হাতে বিধ্বংসী ছিলেন এই বামহাতি ওপেনার। ৪৯ বলে খেলেছেন ৮১ রানের বিস্ফোরক একটি ইনিংস। এখনও ছন্দে থাকলেও ওয়ার্নার মনে করেন, সময়টা নতুনদের ওঠে আসার, ‘এখন তরুণদের আসার সময়। আমাদের যথেষ্ট প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। ফলে ভবিষ্যতের জন্য আমরা ভালো একটা অবস্থানে আছি।’

ওয়ার্নার এর পর নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবেন। জুনে যুক্তরাষ্ট ও ক্যারিবিয়ানে অনুষ্ঠেয় টি-টোয়ন্টি বিশ্বকাপেও খেলবেন তিনি। চলমান ফর্মটা সেখানে নিয়ে যেতে পারলে লাভটা অস্ট্রেলিয়ার। ঘরের মাঠে শেষ ম্যাচ খেলায় তাকে শুভকামনা জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শ, ‘ওয়ার্নারের জন্য ক্যারিয়ারটা ছিল বিস্ময়কর। যেভাবে ঘরের মাঠে শেষ ইনিংসটা খেলেছে, সেটা তার সঙ্গেই মানানসই আসলে। দুর্ভাগ্যবশত আমরা শেষটায় তার জন্য জয় ছিনিয়ে আনতে পারিনি।’