ফিফার নিষেধাজ্ঞা থেকে বেঁচে গেলো বাংলাদেশের এক ক্লাব

বেতন–ভাতা নিয়ে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে ফিফায় আগেই অভিযোগ করেছিলেন উজবেকিস্তানের ফুটবলার ওতাবেক ভালিজোনভ। অভিযোগের পর বিদেশি খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা পেয়েছিল শেখ জামাল। ১১ ডিসেম্বর এমন চিঠি পাওয়ার পর দিনকয়েক আগে ওতাবেকের পাওনা পরিশোধ করায় সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার পাওয়া এক ই-মেইলের মাধ্যমে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত হতে পেরেছে শেখ জামাল।

বিষয়টি সমাধানের জন্য এর আগে ৪৫ দিন সময় দেওয়া হয়েছিল। নিষ্পত্তি না হলে দেশি খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা শঙ্কা ছিল।। ক্লাবের একটি সূত্র জানিয়েছে, ওতাবেককে গত সোমবারই পাওনা টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার ওতাবেক তার আইনজীবীর মাধ্যমে ফিফাকে অর্থপ্রাপ্তির কথা জানিয়ে দিয়েছেন। ওতাবেকের দাবি ছিল ১৭ হাজার ডলার।

শেখ জামালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা আজ প্রথম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ওতাবেক যে পরিমাণ অর্থ দাবি করেছিলেন, তার পুরোটাই আমরা গত সোমবার পরিশোধ করে দিয়েছি। এখন আর কোনও সমস্যা নেই। এটা আমাদের জন্য বড় শিক্ষা হয়ে থাকলো।’

ওতাবেক বর্তমানে ব্রাদার্স ইউনিয়নে খেলছেন।