X
বুধবার, ২৬ মার্চ ২০২৫
১১ চৈত্র ১৪৩১

জামালের অভিযোগের পর আর্জেন্টিনার ক্লাবকে কারণ দর্শাতে বলেছে ফিফা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৪, ১২:৪২আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১২:৫১

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োতে যোগ দিয়ে বেশি সুবিধা করতে পারেননি জামাল ভূঁইয়া।  চুক্তিটা ১৫ মাসের হলেও তা বেশি দিন টেকেনি। গত বছর আগস্টে যোগ দিয়ে নভেম্বরেই সম্পর্ক ছিন্ন করেছেন বাংলাদেশ অধিনায়ক। পরে জানা গেছে, বেতন নিয়ে ঝামেলার কথা! ক্লাব থেকে মাসিক প্রায় সাড়ে ১২ হাজার ডলার বেতন ঠিকমতো না পাওয়ায় এরই মধ্যে ফিফাতে অভিযোগ করেছেন তিনি। অভিযোগ আমলে নিয়ে সোল দা মায়োকে এই মাসে কারণ দর্শাও নোটিশ দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বলা যায় অনেক আশা নিয়ে আর্জেন্টিনার ক্লাবে খেলতে গেলেও জামালের স্বপ্ন ভেঙ্গ হয়েছে। মাত্র তিন মাস খেলতে পেরেছিলেন। চার ম্যাচে দুই গোলও আছে ৩৩ বছর বয়সী মিডফিল্ডারের। সোল দা মায়োতে ঠিকমতো বেতন না পাওয়াতে জামাল নিজেই চুক্তি ভঙ্গ করেছেন। ফিফায় অভিযোগ করা নিয়ে সৌদি আরব থেকে জামাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হ্যাঁ, বেতন না পেয়ে আমি ফিফার কাছে অভিযোগ করেছি।’

আর্জেন্টিনার ক্লাব থেকে ফিরে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বে আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন জামাল ভূঁইয়া। এরই মধ্যে আবাহনী লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

তবে আন্তর্জাতিক ছাড়পত্র না পাওয়া পর্যন্ত আকাশী-নীল জার্সিধারিদের হয়ে খেলতে পারবেন না তিনি। আর্জেন্টিনা ক্লাব থেকে নিজেই যেহেতু সম্পর্ক ছিন্ন করেছেন। সেক্ষেত্রে তা পাওয়া সহজ নাও হতে পারে। তবে ফিফার হস্তক্ষেপে সেটি দ্রুত পাওয়ার সুযোগ রয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ভারত বড় ভাই, তাদের বিপক্ষে সবসময় জিততে চাই: জামাল ভূঁইয়া
প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটলো জাপান  
তিনজনকে রেখে শিলং যাচ্ছে বাংলাদেশ
সর্বশেষ খবর
ঈদে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আনসারের এজিবি সদস্যরা
ঈদে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আনসারের এজিবি সদস্যরা
ভারতে এক পয়েন্ট পেয়ে এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাংলাদেশের
ভারতে এক পয়েন্ট পেয়ে এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাংলাদেশের
সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৯ টাকা নির্ধারণের দাবি
সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৯ টাকা নির্ধারণের দাবি
২৬ মার্চ ভোরে গাবতলী-নবীনগর সড়কে পাঁচঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল
২৬ মার্চ ভোরে গাবতলী-নবীনগর সড়কে পাঁচঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-ভারতের ম্যাচ কখন, দেখবেন কোথায়?
বাংলাদেশ-ভারতের ম্যাচ কখন, দেখবেন কোথায়?
তামিমের কামব্যাক ও একটি ‘যেন-তেন’ হাসপাতাল
তামিমের কামব্যাক ও একটি ‘যেন-তেন’ হাসপাতাল
নিখোঁজ হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার
নিখোঁজ হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার
১০ হাজার টাকা ঘুষ নেওয়া এলজিইডি প্রকৌশলীর পাঁচ বছরের কারাদণ্ড
১০ হাজার টাকা ঘুষ নেওয়া এলজিইডি প্রকৌশলীর পাঁচ বছরের কারাদণ্ড
বাইরের লোক দিয়ে চলে কম্পিউটারে কাজ, সরকারি ফির ১০ গুণ আদায়
শশরা ইউনিয়ন ভূমি অফিসবাইরের লোক দিয়ে চলে কম্পিউটারে কাজ, সরকারি ফির ১০ গুণ আদায়