সাইফউদ্দিনের নৈপুণ্যে পাঁচে পাঁচ আবাহনীর

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে লিগে আবাহনীর জয়রথ ছুটছেই। রবিবার সাইফউদ্দিনের বোলিংয়ে সিটি ক্লাবকে ৫২ রানে হারিয়ে নিজেদের পঞ্চম জয় তুলে নিয়েছে তারা।

বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে শুরুতে ব্যাটিং করেছে আবাহনী। ৬ষ্ঠ ওভারেই ওপেনার এনামুল হক বিজয়কে (১১) হারায় তারা। অপর ওপেনার নাঈম শেখ একপ্রান্ত আগলে রাখলেও সাব্বির হোসেন (১০) রানে আউট হন। সাব্বিরের আউটের পর ধাক্কা সামাল দেন নাঈম। আউটের আগে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। পরবর্তীতে আফিফ হোসেনর অপরাজিত ৬৭ রানের ওপর দাঁড়িয়ে আবাহনী ৭ উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করেছে। আফিফ ৮৩ বলে ১ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন। এদিন ঢাকা লিগের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন তাসকিন আহমেদ। ব্যাটিং করেছেন ছয় নম্বরে। যদিও কিছু করতে পারেননি। প্রত্যাবর্তন ম্যাচে গোল্ডেন ডাকে বিদায় নিয়েছেন। 

সিটি ক্লাবের বোলারদের মধ্যে নাঈমুর রহমান ৩৪ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া সোহেল রানা ও রনি চৌধুরী নিয়েছেন দুটি করে উইকেট।

জবাবে সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেনের বোলিং তোপে ৪০.৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয়েছে সিটি ক্লাব। ২০ রানে ৩ উইকেট নিয়ে আবাহনীর জয়ের নায়ক সাইফউদ্দিন। মিডল অর্ডারে মঈনুল ইসলাম (৩০) ও ইফরান হোসেন (৩১) ছাড়া অন্য কেউই রান করতে পারেননি। 

আবাহনীর বোলারদের মধ্যে সাইফউদ্দিন ২০ রানে তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া অফস্পিনার মোসাদ্দেক হোসেন নেন তিনটি উইকেট। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও নাহিদুল ইসলাম।