আবাহনীর পেসারদের আগুনে পুড়লো রূপগঞ্জ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নবম রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী মুখোমুখি হয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জের। তাদের পেয়ে যেন ছেলেখেলা করেছেন আবাহনীর তিন পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম! পেসার ত্রয়ীর তোপে মাশরাফি-মুমিনুলদের রূপগঞ্জ ৯৯ রানে অলআউট হয়েছে। অল্প রানের লক্ষ্যে খেলতে নেমে বর্তমান চ্যাম্পিয়নরা ১০.৪ ওভারে ২ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করেছে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে রূপগঞ্জকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাঠায় আবাহনী। প্রথম ওভার থেকেই রূপগঞ্জ আবাহনীর পেস আক্রমণের সামনে ধুঁকতে থাকে। ৩৫ রানে টপ অর্ডার চার ব্যাটারকে ফিরিয়ে রূপগঞ্জের মেরুদণ্ডটাই ভেঙে দেন শরিফুল ও জুনিয়র সাকিব। পরে তাদের সঙ্গে যোগ দেন তাসকিন আহমেদও। এই তিন পেসারের বোলিং তোপে ২৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাশরাফির দলের সংগ্রহ দাঁড়ায় ৯৯ রান। সর্বোচ্চ ১৮ রান আসে শামীম পাটোয়ারীর ব্যাট থেকে।

আবাহনীর জয়ের নায়ক বল হাতে আগুন ছড়ানো জুনিয়র সাকিব। ২৩ রান খরচায় তার শিকার পাঁচ উইকেট। এছাড়া শরিফুল তিনটি এবং তাসকিন দুটি উইকেট নিয়েছেন। ৫ উইকেট নিয়ে রূপগঞ্জকে ধসিয়ে দিয়ে ম্যাচ সেরা হন জুনিয়র সাকিব।

১০০ রানের লক্ষ্য দিয়ে দ্বিতীয় ওভারেই নাঈম শেখের (৪) উইকেট তুলে নেয় রূপগঞ্জ। স্কোরবোর্ডে আরও ২৫ রান যোগ হতে ফেরেন তাওহীদ হৃদয়ও (১০)। তৃতীয় উইকেটে এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের ৭২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১০.৪ ওভারে ৮ উইকেট জয় নিশ্চিত করেছে আবাহনী। সৈকত ১৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। অন্যদিকে ৩৪ বলে ৩৭ রানের ইনিংস খেলেন বিজয়।

রূপগঞ্জের আল আমিন হোসেন ও আব্দুল হালিম প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।