প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত জাওয়াদকে মিরপুরে স্মরণ

চট্টগ্রামের পতেঙ্গায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত হন বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। তার স্মরণে মিরপুরে বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টির আগে নীরবতা পালন করে শোক প্রকাশ করেন দুই দেশের ক্রিকেটাররাসহ স্টেডিয়ামের সবাই। 

চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি ইয়াকভলেভ ইয়াক ১৩০ (Yak-130) মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত হন পাইলট আসিম জাওয়াদ। তার মরদেহ মানিকগঞ্জে নিজ শহরে দাফন করা হয়েছে। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে তার মরদেহ হেলিকপ্টারে মানিকগঞ্জে পৌঁছে। জুমার নামাজ শেষে শহরের সেওতা কবরস্থানে নানার কবরে তাকে সমাহিত করা হয়।

শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে লিটন দাস, মাহমুদউল্লাহ ও মোহাম্মদ সাইফউদ্দিনকে। দলে ফিরেছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান। ইনজুরি কাটিয়ে ওপেনিংয়ে ফিরেছেন সৌম্য সরকারও।