পাঁজরের চোটে বিশ্রামে তাসকিন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে দারুণ ছন্দে থাকা তাসকিন আহমেদ একাদশে নেই। মূলত কাঁধের চোটে পড়েই একাদশ থেকে ছিটকে গেছেন ডানহাতি পেসার। 
 
চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে পাঁজরে ব্যথা পান তাসকিন। ব্যথা না কমায় জিম্বাবুয়ের বিপক্ষে তাসকিনকে নিয়ে কোনও ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। 

তিনি বলেছেন, ‘শেষ ম্যাচে ডাইভ দিতে গিয়ে  চোট পান তাসকিন। এখনও ব্যথা আছে। এ জন্য আজ খেলতে পারছেন না। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। চোট গুরুতর কিনা এখনও বোঝা যাচ্ছে না।’

চলমান সিরিজে দারুণ ফর্মে আছেন বাংলাদেশের এই পেসার। ৪ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন। গত সপ্তাহে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিয়েও পৌঁছেছেন। আজ খেলে ভালো করতে পারলে র‌্যাঙ্কিংয়ে আরও এগিয়ে যাওয়ার সুযোগ ছিল তার।