কিছুদিন আগেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সামনে ভারত সিরিজের আগে নতুন অধিনায়ক ঘোষণা করেছে লঙ্কান দল। অলরাউন্ডার চারিথ আসালাঙ্কাকে সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক করা হয়েছে।
শ্রীলঙ্কা-ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শনিবার থেকে। তার পর শুরু ওয়ানডে ক্রিকেট। টি-টোয়েন্টির জন্য লঙ্কানরা ১৬ সদস্যের দল ঘোষণা করেছে।
হাসারাঙ্গা অধিনায়কত্ব ছাড়লেও শ্রীলঙ্কা দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে ঠিকই থাকছেন কুশল মেন্ডিস ও টেস্টে ধনাঞ্জয়া ডি সিলভা। আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অবশ্য অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ কিংবা ডি সিলভার স্থান হয়নি। হাসারাঙ্গা নেতৃত্ব ছাড়লেও সংক্ষিপ্ত ফরম্যাটে দলের সঙ্গে থাকছেন।
রোহিত শর্মা দায়িত্ব ছাড়ায় ভারতও নতুন অধিনায়ক নিয়ে এই সিরিজ খেলতে নামছে। তাদের সংক্ষিপ্ততম ফরম্যাটে অধিনায়ক সূর্যকুমার যাদব।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, চামিন্দু বিক্রমাসিংহে, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, দুশমান্থা চামিরা, বিনুরা ফার্নান্ডো।