পাকিস্তানে সিরিজ ড্র বাংলাদেশ ‘এ’ দলের

ইসলামাবাদ ক্লাব ক্রিকেট ওভালে আজ শুক্রবার বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহিনসের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় চার দিনের ম্যাচও ড্র হলো। তাতে করে দুই দলের দুই ম্যাচের সিরিজ ট্রফিও ভাগাভাগি করতে হলো।

৬ উইকেটে ৩৪৬ রানে দিনের খেলা শুরু করে বাংলাদেশ ‘এ’ দল প্রথম ইনিংস ঘোষণা করে আর ৫৮ রান যোগ করে। জাকের আলী ২৮৬ বলে সর্বোচ্চ ১৭২ রান করেন ১৭ চার ও ৫ ছয়ে। প্রথম ইনিংসে তাদের স্কোর ৯ উইকেটে ৪০৪ রান।

পাকিস্তান শাহিনসের লেগস্পিনার আবরার আহমেদ শেষ দিনে বাংলাদেশের তিন উইকেটের সবগুলো নেন। তার বোলিং ফিগার ৪-১০৩। গুলাম মুদাচ্ছের ও মেহরান মুমতাজ পান দুটি করে উইকেট।

জবাবে স্বাগতিকরা ৪ উইকেটে ২৮১ রান করার পর দুই দলের অধিনায়ক ড্র মেনে নেয়। শাহিনসের ওপেনার আল জারিয়াব ১৩২ বলে ১১৭ রান করেন। রিটায়ার্ড হার্ট হন তিনি। শারুন সিরাজ অপরাজিত থাকেন ৫৩ রান করে।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের বাংলাদেশ স্কোয়াডে থাকা পেসার তাসকিন আহমেদ শাহিনসের ইনিংসের প্রথম বলে ইমাম উল হককে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। শেষ দিনে তিনি ১৫ ওভার বল করে ওই একটি সাফল্য পেয়েছেন।

অন্য পেসাররা তানজিম হাসান সাকিব ও রুয়েল মিয়া একটি করে উইকেট নেন।

বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দুই দিনের খেলা হয়নি। প্রথম চার দিনের ম্যাচও হয়েছিল ড্র।

দুই দল এখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে, শুরু হবে ২৬ আগস্ট। বাকি দুটি ম্যাচ ২৮ ও ৩০ আগস্ট। সবগুলো ম্যাচ হবে ইসলামাবাদে।