বাংলাদেশকে নিয়ে সতর্ক পাকিস্তান

235307.3সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পারফরম্যান্স দুর্দান্ত। আফ্রিদিদের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ, তাও আবার হোয়াইটওয়াশ করে। এরপর টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে কোয়ার্টার ফাইনালেও বাংলাদেশের কাছে হেরেছে পাকিস্তান। এইসব পরিসংখ্যানে সাম্প্রতিক ক্রিকেটে অবশ্যই এগিয়ে বাংলাদেশ। এ কারণে টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তান দলের প্রধান কোচ ওয়াকার ইউনুস তার শিষ্যদের সতর্ক থাকতে বলেছেন।

এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ বিষয়টি নিয়ে কী ভাবছেন এমন প্রশ্নে ওয়াকার ইউনুস বলেন, ‘উইকেট বাংলাদেশের চেয়ে ভিন্ন রকম। এখানে কন্ডিশন আলাদা। কিন্তু ভালো ক্রিকেট খেলার জন্য কন্ডিশন খুব বড় ব্যাপার হতে পারে না। বাংলাদেশ খুবই ভালো ক্রিকেট খেলছে। আমাদের বেশ সতর্ক থাকতে হবে। আর কাল (বুধবার) তাদেরকে হারানোর জন্য আমাদেরকে অবশ্যই শক্তিশালী হয়ে মাঠে নামতে হবে।’

ভারতে আতিথেয়তা নিয়ে আফ্রিদির মন্তব্যে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। এটা খেলায় কোনও প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে পাকিস্তানের এই কোচ বলেন, ‘না তেমন মনে হয় না। এখানে আসার আগে কিছুটা নাটকই হয়েছে আমাদের মধ্যে। গতকালও (সোমবার) একটু বিতর্কের জন্ম নিয়েছে। ছেলেদের প্রতি আমার বার্তা থাকবে সবকিছু পেছনে রেখে মাঠে ভালো পারফরম্যান্স করার। কারণ এখানে দেশের হয়ে খেলছে তারা।’

/আরআই/এমআর/