পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসরের সূচি এখনও ঘোষণা হয়নি। তবে সোমবার অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার্স ড্রাফট। এবারের ড্রাফটে বাংলাদেশি ২৯ ক্রিকেটার আছেন তালিকাতে। সেখান থেকে দল পেয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। আজ সোমবার প্লেয়ার্স ড্রাফট থেকে তরুণ এই পেসারকে দলে নিয়েছে পেশাওয়ার জালমি। এই দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
নাহিদ গত বছর দারুণ বোলিং করেছেন। চলমান বিপিএলেও রংপুর রাইডার্সের জার্সিতে আলো ছড়াচ্ছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক না হলেও ইতোমধ্যে এই ফরম্যাটে ভালো করছেন গতিময় এই পেসার। ১১ ম্যাচে বোলিং করে তার উইকেট এখন ১৩টি। প্রতি ম্যাচেই ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলছেন।
পিএসএলের ড্রাফটে সাকিব-মোস্তাফিজের সঙ্গে উল্লেখ্যযোগ্য ক্রিকেটার হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদ। পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদারে আজ সোমবার পিএসএলের ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। সবমিলিয়ে পিএসএলের নিলামে পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার, যেখানে বাংলাদেশেরও আছেন বেশ কিছু ক্রিকেটার।
প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এই দুজনই প্রথম ডাকে অবিক্রিত থেকেছেন। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। তবে গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। বাকিরা দল পায় কিনা সেটা দেখার অপেক্ষা ক্রিকেট ভক্তরা।
সাধারণত ফেব্রুয়ারি-মার্চে পিএসএল মাঠে গড়ায়। তবে এ বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হওয়ায় পিএসএল আয়োজন করা সম্ভব নয়। এপ্রিল-মে মাসে তাই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আয়োজন করার ইচ্ছা পিসিবির।