তাসকিন-সানি নিষিদ্ধের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

তাসকিন-সানিকে নিষিদ্ধের প্রতিবাদে সমাবেশ‘আইসিসির কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘তাসকিন-সানি নিষিদ্ধ কেন আইসিসি জবাব চাই’, ‘তাসকিন যদি নিষিদ্ধ হয়, অসীম ভোমরা কেন নয়’? ‘তিন মোড়লকে বিদায় কর ক্রিকেটকে রক্ষা করো।’—এমন স্লোগানে রবিবার বিকেলে রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে ক্রিকেট ভক্তরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট ফ্যান ইউনিটি।
সমাবেশে ক্রিকেট ভক্তরা বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট যখন উঠে দাঁড়াছে তখন, ওই তিন মোড়লরা নানা ধরনের ষড়যন্ত্র করছে।এখন শুধু ওই মোড়লরাই নয়, এখন নানা দেশও বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে ষড়যন্ত্র করছে।’
বক্তারা বলেন, বাংলাদেশের ক্রিকেট শুধু খেলাই নয়, এটি আমাদের আবেগও। তাই ক্রিকেট নিয়ে কোনও ষড়যন্ত্র সহ্য করা হবে না।

আইসিসি’র সিদ্ধান্তের  বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তারা বলেন, ‘ইলিয়াস সানি ও তাসকিন আহমেদ যদি নিষিদ্ধ হয়, তাহলে ভারতের অসীম ভোমরা কেন নিষিদ্ধ হবে না?’
বক্তরা বলেন, ‘আজ মাশরাফি সাংবাদিক সম্মেলন করে বলেছেন, তাসকিনের কোনও সমস্যা নেই।তাহলে যে প্লেয়ার দু’বছর খেলেই যাচ্ছেন, হঠাৎ কেন তার প্রতি এমন নিষেধাজ্ঞা দেওয়া হলো, আজ সেই প্রশ্ন গোটা জাতির কাছে।’

এ সময় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেষে আইসিসি’র সিদ্ধান্তের বিরুদ্ধে একটি মিছিল ও আইসিসি’র কুশপুতুল পোড়ানো হয়।

সংগঠনের সভাপতি সন্দ্বীপন চক্রবর্তীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শেখ ইরফান, রিয়াজুল আলম ভূইয়া, বাবুল আহমেদ, সুমন দাস, রফিকুল ইসলাম প্রমুখ।
/এসআইএস/এমএনএ্ইচ/