ফর্ম নিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়ার পর বিরাট কোহলি ওয়ানডেতে আরেকটি মাইলফলক ছোঁয়ার সামনে দাঁড়িয়ে। আগামীকাল রবিবার দুবাইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচের জন্য মাঠে নামলেই ক্যারিয়ারের ৩০০তম ওয়ানডে খেলার কীর্তি গড়বেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করে ভারতকে জেতান কোহলি। ওই ম্যাচ জয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ছিল ভারতীয় ক্রিকেট দল। পরের দিন নিউজিল্যান্ডের জয়ে শেষ চারে খেলা নিশ্চিত হয় তাদের।
এই প্রতিযোগিতায় আসার আগের পারফরম্যান্সের কারণে সমালোচিত হচ্ছিলেন কোহলি, তার সঙ্গে রোহিত শর্মাও ফর্মের কারণে ছিলেন প্রশ্নবিদ্ধ। গুঞ্জন ওঠে, দুজনেই ওয়ানডে থেকে অবসর নেবেন।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচেই ২০২৩ সালের নভেম্বরের পর প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন কোহলি। প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হয়ে গ্যালারি উল্লাসে ভাসান ৩৬ বছর বয়সী তারকা। ওই ম্যাচেই ইনিংসের শুরুতে দ্রুততম ১৪ হাজার ওয়ানডে রানের মাইলফলক ছোঁন কোহলি। তার ওপরে কেবল শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারা।
তিন ফরম্যাট মিলিয়ে ৮২টি আন্তর্জাতিক সেঞ্চুরি করা ডানহাতি ব্যাটার ইতিহাসের ২২তম ও সপ্তম ভারতীয় হিসেবে ৩০০ ওয়ানডের ক্লাবে নাম লিখতে যাচ্ছেন। ৪৬৩ ওয়ানডে খেলে এই তালিকায় সবার উপরে শচীন টেন্ডুলকার।