পছন্দের গোলকিপারের মাথায় আঘাতের পর আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ছিটকে গেছেন গোলকিপার আলিসন বেকার।
৩২ বছর বয়সী আলিসনের সঙ্গে প্রতিপক্ষ ডিফেন্ডারের সংঘর্ষের ঘটনাটি ঘটেছে কলম্বিয়া ম্যাচে। সেই ম্যাচ সেলেসাওরা জিতেছে ২-১ গোলে।
মাথায় আঘাতে ফিফার কনকাশনজনিত প্রটোকলে ম্যাচের ৭৮ মিনিটে মাঠ ছেড়ে যান আলিসন। এখন তাকে বিশ্রামে থাকতে হবে।
ব্রাজিল ফুটবল বিবৃতিতে অবশ্য জানিয়েছে, ‘মাথায় আঘাতের পর আলিসন ঠিক আছে। স্বাস্থ্যগত কোনও অভিযোগ এখন পর্যন্ত নেই। কিন্তু তাকে ফিফার কনকাশন প্রটোকল মেনে চলতে হবে। ফলে তাকে নিজের ক্লাব লিভারপুলে ফিরে রিকোভারির জন্য অপেক্ষায় থাকতে হবে।’
প্রথম পছন্দের গোলকিপার আলিসন ছিটকে যাওয়ায় শেষ মুহূর্তে দলভুক্ত হয়েছেন আরেক গোলকিপার ওয়েভারটন। শেষ দিকে আরও পরিবর্তন আনা হয়েছে। এসেছেন মিডফিল্ডার এদেরসন, হোয়াও গোমেজও।
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আগামী বুধবার সকালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।