তবে কি খেলায় মন নেই রোহিতের?

ব্যাট হাতে রান নেই রোহিত শর্মার। মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অধিনায়ক তীব্র সমালোচনার মুখে পড়েছেন।  চলতি আইপিএলে ০, ৮ ও ১৩ রান করেছেন তিনি। শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামার দিনে বিতর্কে জড়ালেন রোহিত।

লখনউর মেন্টর জাহির খানের সঙ্গে তার আলাপের ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে রোহিতের বক্তব্য গুঞ্জনের পালে হাওয়া লাগিয়েছে। 

মুম্বাই নিজেরাই এই বিতর্কিত ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে অনুশীলনে জহিরের সঙ্গে কথা বলছেন রোহিত। সেই সময় তাকে পেছন থেকে জড়িয়ে ধরছেন রিশাভ পান্ত। ঠিক তার আগে রোহিত বলছেন, 'আমার যা করার ছিল করে দিয়েছি। সব সময় করেছি। এখন আর আমার কিছু করার প্রয়োজন নেই।'

মুম্বাইকে পাঁচবার আইপিএল জিতিয়েছেন অধিনায়ক রোহিত। কিন্তু এখন হার্দিক পান্ডিয়া নেতৃত্ব দিচ্ছেন দলকে। রোহিত ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে খেলছেন। শুধু ব্যাট করার সময় নামছেন। কিন্তু তার ব্যাটে রান নেই। রোহিতের খেলার ইচ্ছা নেই বলে অভিযোগ উঠছে। এর মাঝেই তার এমন বক্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে।