X
সোমবার, ০৫ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

শেষ বলে জিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০২৫, ২০:৪৫আপডেট : ০৪ মে ২০২৫, ২৩:৫৩

আইপিএলে রোলারকোস্টার ম্যাচ উপহার দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। শেষ বলে গিয়ে নিষ্পত্তি হয়েছে ম্যাচের ভাগ্য। রাজস্থানকে ১ রানে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে কলকাতা তথা কেকেআর।

শেষ ওভারে রাজস্থানের ৬ বলে প্রয়োজন ছিল ২২ রান। শিভম দুবে দুটি চার ও এক ছক্কায় সম্ভাবনা বাড়িয়ে তুলেছিলেন। শেষ বলে যখন তিন রান প্রয়োজন, বৈভব অরোরার ইয়র্কার ডেলিভারিতে এক রান নিতে পারলেও দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউটের শিকার হন রায়ান পরাগ। তাতে ৮ উইকেটে ২০৫ রানে থামে রাজস্থান। 

ম্যাচটা শেষ ওভার পর্যন্ত বাঁচিয়ে রাখার কৃতিত্ব অধিনায়ক পরাগেরই। ৪৫ বলে ৬ চার ও ৮ ছক্কায় ৯৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন তিনি। টানা ৬ বলে মেরেছেন ৬টি ছক্কা। যার ৫টি আসে মঈন আলীর ১৩তম ওভারে। কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন মঈন আলী, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী। 

মূলত ব্যাট হাতে কলকাতার জয়ের মঞ্চ গড়েছেন আন্দ্রে রাসেল। ২৫ বলে করা তার ৫৭ রানের বিধ্বংসী ইনিংসে ভর করেই কলকাতা শেষ ৫ ওভারে ৭০ রান যোগ করেছে। তাতে ৪ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ২০৬ রান। অথচ তার আগে রাজস্থানের স্পিন তাদের গতি কমিয়ে এনেছিল। এক পর্যায়ে মনে হচ্ছিল স্কোর ১৮০ রানই হবে সর্বোচ্চ! 

এর আগে শুরুতে সুনীল নারিন ১১ রানে ফিরলে রহমানউল্লাহ গুরবাজ-রাহানের ব্যাটে পাওয়ার প্লেতে ৫৬ রান যোগ করে কেকেআর। ৩০ রানে অবদান রাখেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। কিন্তু স্পিনের বিপরীতে বাক্সবন্দি হয়ে পড়েন তিনি। অঙ্গক্রিশ রঘুবংশী অপর দিকে রান তোলার চেষ্টা করেছেন। দলের ১৭২ রানে যখন ফেরেন তখন তার স্কোর ৩১ বলে ৪৪। তাতে ছিল ৫টি চার। তার পর অবশ্য প্রমোশন পেয়েই বেধড়ক পিটিয়ে স্কোরবোর্ড সমৃদ্ধ করেন রাসেল। যার ফলে ম্যাচসেরাও তিনি। 

/এফআইআর/       
সম্পর্কিত
লখনউকে হারিয়ে দুই নম্বরে পাঞ্জাব
গ্লেন ম্যাক্সওয়েলের বদলি পেয়ে গেছে পাঞ্জাব
হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ধোনি
সর্বশেষ খবর
অবশেষে খরা ঘুচলো কেইনের, বুন্দেসলিগা জিতেছে বায়ার্ন
অবশেষে খরা ঘুচলো কেইনের, বুন্দেসলিগা জিতেছে বায়ার্ন
লখনউকে হারিয়ে দুই নম্বরে পাঞ্জাব
লখনউকে হারিয়ে দুই নম্বরে পাঞ্জাব
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে চেলসি
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে চেলসি
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন