আইপিএলে রোলারকোস্টার ম্যাচ উপহার দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। শেষ বলে গিয়ে নিষ্পত্তি হয়েছে ম্যাচের ভাগ্য। রাজস্থানকে ১ রানে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে কলকাতা তথা কেকেআর।
শেষ ওভারে রাজস্থানের ৬ বলে প্রয়োজন ছিল ২২ রান। শিভম দুবে দুটি চার ও এক ছক্কায় সম্ভাবনা বাড়িয়ে তুলেছিলেন। শেষ বলে যখন তিন রান প্রয়োজন, বৈভব অরোরার ইয়র্কার ডেলিভারিতে এক রান নিতে পারলেও দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউটের শিকার হন রায়ান পরাগ। তাতে ৮ উইকেটে ২০৫ রানে থামে রাজস্থান।
ম্যাচটা শেষ ওভার পর্যন্ত বাঁচিয়ে রাখার কৃতিত্ব অধিনায়ক পরাগেরই। ৪৫ বলে ৬ চার ও ৮ ছক্কায় ৯৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন তিনি। টানা ৬ বলে মেরেছেন ৬টি ছক্কা। যার ৫টি আসে মঈন আলীর ১৩তম ওভারে। কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন মঈন আলী, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।
মূলত ব্যাট হাতে কলকাতার জয়ের মঞ্চ গড়েছেন আন্দ্রে রাসেল। ২৫ বলে করা তার ৫৭ রানের বিধ্বংসী ইনিংসে ভর করেই কলকাতা শেষ ৫ ওভারে ৭০ রান যোগ করেছে। তাতে ৪ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ২০৬ রান। অথচ তার আগে রাজস্থানের স্পিন তাদের গতি কমিয়ে এনেছিল। এক পর্যায়ে মনে হচ্ছিল স্কোর ১৮০ রানই হবে সর্বোচ্চ!
এর আগে শুরুতে সুনীল নারিন ১১ রানে ফিরলে রহমানউল্লাহ গুরবাজ-রাহানের ব্যাটে পাওয়ার প্লেতে ৫৬ রান যোগ করে কেকেআর। ৩০ রানে অবদান রাখেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। কিন্তু স্পিনের বিপরীতে বাক্সবন্দি হয়ে পড়েন তিনি। অঙ্গক্রিশ রঘুবংশী অপর দিকে রান তোলার চেষ্টা করেছেন। দলের ১৭২ রানে যখন ফেরেন তখন তার স্কোর ৩১ বলে ৪৪। তাতে ছিল ৫টি চার। তার পর অবশ্য প্রমোশন পেয়েই বেধড়ক পিটিয়ে স্কোরবোর্ড সমৃদ্ধ করেন রাসেল। যার ফলে ম্যাচসেরাও তিনি।