বাংলাদেশের বোলারদের সামর্থ্য নিয়ে খুব একটা প্রশ্ন ওঠে না। ব্যাটিং নিয়েই যত বিতর্ক। সিলেটে তো ব্যাটারদের ব্যর্থতার কারণে জিম্বাবুয়ের কাছে হেরে টেস্ট সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে চট্টগ্রামে দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স দেখা গেলো। প্রথম ইনিংসে সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি। বোলিংয়ে আলো ছড়ান তাইজুল ইসলাম ও মিরাজ। একচ্ছত্র দাপট দেখিয়ে তিন দিনেই জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারালো স্বাগতিকরা। এমন জয়ের পরও খুশি নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সিলেটে তিন উইকেটে হারের পর চট্টগ্রামে জিতে সিরিজ ১-১ এ ড্র করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিরিজ জিততে না পারার আক্ষেপ ব্যক্ত করলেন শান্ত, ‘সত্যি বলতে, আমি খুব বেশি খুশি নই, যদি আপনি দুই ম্যাচের কথা বলেন। আরও ভালো ক্রিকেট খেলা উচিত ছিল, সিরিজটা আমাদের জেতা উচিত ছিল। ওইভাবে চিন্তা করলে আমরা প্রথম ম্যাচটায় মোটেও ভালো খেলতে পারিনি। এই ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি।’
তিনি আরও বললেন, ‘প্রথম টেস্ট ম্যাচটিতে খুব খারাপ খেলেছি, খুবই খারাপ। আমার মনে হয় যে, ওই জায়গা থেকে এমন ছিল না যে এই টেস্ট ম্যাচটি জিততেই হবে বা অনেক বড় ব্যবধানে জিততে হবে। আমরা যেটা চেষ্টা করেছি যে, আমাদের সামর্থ্য কতটুকু, আমরা কতটা পারি… (সেটা যেন মেলে ধরতে পারি)।’
দেশের মাটিতে টানা ছয়টি টেস্ট হারের পর জয়। মাঝে পাকিস্তানে ও ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্ট জিতেছিল বাংলাদেশ। চিরচেনা রূপে নিজেদের ফিরে পেয়ে স্বস্তি শান্তর। চট্টগ্রাম টেস্ট নিয়ে তাদের ভাবনার কথা জানালেন তিনি, ‘ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওদের বিপক্ষে টেস্ট জিতেছি আমরা, পাকিস্তানের মতো জায়গায় টেস্ট সিরিজ জিতেছি, আমাদের ওই সামর্থ্য আছে। আমরা ওই ব্যাপারটিই এই ম্যাচ শুরুর আগে চিন্তা করেছি যে, আমাদের যে সামর্থ্য আছে, যে মানের ক্রিকেট আমরা খেলতে পারি, ওই মানের ক্রিকেটই যেন আমরা খেলি। আমার কাছে মনে হয়, যেভাবে আমরা এই ম্যাচ খেলেছি, আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী খেলতে পেরেছি।’