প্রাণনাশের হুমকি পেয়েছেন ভারতের পেসার মোহাম্মদ সামি। এই ঘটনায় বাধ্য হয়ে উত্তর প্রদেশের আমরোহা জেলায় অভিযোগ দায়ের করেছেন তার ভাই হাসিব আহমেদ।
এফআইআর অনুসারে হাসিব হামিদ তার ভাইয়ের ইমেইল অ্যাকাউন্ট ওপেন করেন ৪ মে। কোনও গুরুত্বপূর্ণ মেইল এসেছে কিনা সেটা দেখার জন্যই ভাইয়ের ইমেইলে ঢোকা। যেহেতু তার ভাই আইপিএল নিয়ে ব্যস্ত। সেই মেইল ওপেন করে হুমকি ভরা বার্তাটি দেখতে পান তিনি। যেখানে সামিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
রাজপুত সিন্ধার নামের আইডি থেকে পাঠানো ইমেইল বার্তায় শুধু প্রাণনাশের হুমকিই দেওয়া হয়নি। দাবি করা হয়েছে ১ কোটি রুপি! সেখানে প্রভাকর নামের একজনের নামও উল্লেখ করা হয়েছে।
এই ঘটনায় হাসিব আহমেদ আমরোহা পুলিশ সুপার অমিত কুমারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কুমার মামলাটি সাইবার সেল ও ক্রাইম ব্রাঞ্চে পাঠিয়েছেন। সামির ভাই জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে শনাক্তের চেষ্টাও করা হচ্ছে।