ডিসেম্বরে পাঁচ মাসের ব্যবধানে দ্বিতীয়বার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন বেন স্টোকস। অস্ত্রোপচারের পর সেরে ওঠার পথে ছিলেন তিনি। ইংলিশ অধিনায়ককে অবশেষে মাঠে নামার সবুজ সংকেত দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দলে রয়েছেন ইংলিশ অলরাউন্ডার।
স্টোকস এখন পর্যন্ত চলতি মৌসুমে তার কাউন্টি দল ডারহামের হয়ে একটি ম্যাচও খেলেননি। তবে ঘরোয়া মৌসুমের উদ্বোধনী ম্যাচে অধিনায়কের ভূমিকায় ফিরছেন। এটি আবার চিরাচরিত পাঁচদিনের বদলে চারদিনের টেস্ট হিসেবে মাঠে গড়াতে যাচ্ছে!
দলে আনক্যাপড হিসেবে রয়েছেন এসেক্স পেসার স্যাম কুক। মার্ক উড ও ব্রাইডন কার্স চোটগ্রস্ত থাকায় অভিষেকও করতে পারেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের বোলিং দিয়ে ভালোই নজর কেড়েছেন কুক। ২০ গড়ের নিচে নিয়েছেন ৩১৮টি উইকেট। অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড লায়ন্সের দ্বিতীয় সারির দলের হয়েও নিয়েছেন ১৩ উইকেট।
দলে আনক্যাপড খেলোয়াড় দু’জন। কুক ছাড়া আরেকজন হলেন তারই এসেক্স সতীর্থ জর্ডান কক্স।
ইংল্যান্ডে ২০০৩ সালের পর টেস্ট খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে।
ইংল্যান্ড স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, স্যাম কারান, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক) ও জশ টাং।