দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে শুরু বাংলাদেশের 

সিরিজের প্রথম ওয়ানডেতে ভালোই প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ তুলেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। কিন্তু স্বাগতিক বাংলাদেশ দৃঢ়তা দেখিয়ে শেষ পর্যন্ত ৩ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে শুরুতে টস হেরে ব্যাট করেছে দক্ষিণ আফ্রিকা। তারা স্কোরবোর্ডে জমা করে ৮ উইকেটে ৩০১ রান। অথচ ৭৯ রানে দলটি ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে গিয়েছিল। সেখান থেকে দলটি পরিস্থিতি সামলায় কনর ইস্টারথুইজেন ও আন্দিলে সিমেলানের ব্যাটে। প্রান্ত আগলে ইস্টারথুইজেন একটা সময় পর্যন্ত দলকে টেনে নিয়ে সপ্তম উইকেট হিসেবে ৭১ রানে আউট হয়েছেন। তবে দলকে তিনশ রান পার করাতে মূল ভূমিকা পার করেছেন আটে নামা সিমেলানে। বিধ্বংসী ব্যাটিং করেছেন তিনি। আউট হওয়ার আগে ৩৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় করেন ৬১ রান। 

বাংলাদেশের পক্ষে রিপন মণ্ডল ৮৪ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। দুটি নিয়েছেন আহরার আমিন। একটি করে নিয়েছেন রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি ও আসাদুজ্জামান পায়েল। 

জবাবে জয়ের মঞ্চ গড়েন ওপেনার মাহফিজুল। ৮৯ বলে ৮৭ রানের ইনিংস উপহার দিয়েছেন। তাতে ছিল ৮টি চার ও ২টি ছয়। তার ইনিংসই বাংলাদেশকে শুরুতে মোমেন্টাম পাইয়ে দিতে অবদান রাখে। তবে মাঝের দিকে দক্ষিণ আফ্রিকা নিয়ন্ত্রিত বোলিং ও নিয়মিত বিরতিতে উইকেট তুলে চাপ তৈরি করলে বিপদে বাড়ে স্বাগতিকদের। ৪৩তম ওভারে ২৩০ রানে পড়ে ষষ্ঠ উইকেট। তার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে অবদান রাখেন অধিনায়ক আকবর আলী, রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদ। বিদায়ের আগে ২৪ বলে ৪১ রানের ইনিংস খেলেন আকবর। রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদ ক্যামিও ইনিংসে অবদান রাখেন। রাকিবুল ১০ বলে করেছেন অপরাজিত ২৪*। তাছাড়া তোফায়েল ২০ বলে খেলেছেন ২৪* রানের অপরাজিত ইনিংস। শেষ দিকে তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশ ইমার্জিং দল ৭ উইকেট হারিয়ে দুই বল হাতে রেখে জয় নিশ্চিত করে।