হুট করেই মোস্তাফিজুর রহমানকে আইপিএলে চুক্তির ঘোষণা আসে। বুধবার জেক ফ্রেসার ম্যাকগুর্কের স্থলাভিষিক্ত হিসেবে দিল্লি ক্যাপিটালস বাকি সময়ের জন্য তাকে ৬ কোটি রুপিতে কেনার কথা জানায়, যেদিন কিনা বাংলাদেশের স্কোযাডের সঙ্গে তার সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা। যদিও তার সঙ্গে আইপিএলে চুক্তির ব্যাপারে কিছুই জানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে করে সংশয় জাগে, তাহলে কি আইপিএলের জন্য জাতীয় দলের সিরিজ খেলবেন না বাঁহাতি পেসার। আপাতত মোস্তাফিজ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের হয়ে খেলার আভাস দিয়েছেন।
বুধবার সন্ধ্যায় আমিরাত সফরের স্কোযাডের শেষভাগের সঙ্গে বিমানে ওঠেন মোস্তাফিজ। তারপর ফেসবুকে বিমানের আ্সনে বসে থাকার ছবি পোস্ট করে লিখেছেন, ‘সংযুক্ত আারব আমিরাতে যাচ্ছি তাদের বিপক্ষে খেলার জন্য। সবাই আমাকে দোয়ায় রাখবেন।’
সাধারণত কোনও খেলোয়াড় তার বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র পেলেই কেবল তার সঙ্গে চুক্তির ঘোষণা দেয় আইপিএল। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ক্রিকইনফোকে জানালেন, বিসিবি মোস্তাফিজ কিংবা দিল্লির কাছ থেকে এনওসির জন্য কোনও আবেদন পায়নি।
তিনি বলেন, ‘সূচি অনুযায়ী দলের সঙ্গে মোস্তাফিজের যাওয়ার কথা। আইপিএল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোনও ধরনের যোগাযোগ করেনি। এমনকি মোস্তাফিজুও আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।’
শারজায় বাংলাদেশ আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। বুধবার দুই গ্রুপে ভাগ হয়ে বিমানে উড়াল দিয়েছে। এদিন সকালের ফ্লাইটে ১০ জন গেছেন, মোস্তাফিজসহ বাকিরাও উড়াল দিলেন সন্ধ্যায়।
ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হওয়া আইপিএল শুরু হচ্ছে ১৭ মে, যেদিন আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ১৯ মে। তারপর পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই দুটি সিরিজের সঙ্গে আইপিএল সূচি সাংঘর্ষিক হওয়ায় মোস্তাফিজের দিল্লিতে খেলা অসম্ভব বলা চলে। এই ফ্র্যাঞ্চাইজি তাদের লিগের শেষ তিন ম্যাচ খেলবে ১৮, ২১ ও ২৪ জুন।