আইপিএলের যে নতুন নিয়মে অসন্তুষ্ট কেকেআর

চলতি মৌসুমে বৃষ্টিকে কেন্দ্র করে স্বল্পস্থায়ী একটি নিয়ম করেছে আইপিএল। বৃষ্টির বাধায় যাতে পুরো ২০ ওভারে ম্যাচ শেষ করা যায়, সেজন্য প্লেয়িং কন্ডিশনে অতিরিক্ত ১২০ মিনিট রাখার নিয়ম করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। কিন্তু বিষয়টাকে ভালোভাবে মেনে নিতে পারেনি আগেই ছিটকে যাওয়া কলকাতা নাইট রাইডার্স। গতবারের চ্যাম্পিয়নরা বলেছে, স্থগিত হয়ে পুনরায় শুরু হওয়ার সময় একই নিয়ম চালু হলে প্লে-অফে খেলার দৌড়ে থাকতে পারতো তারা। 

স্থগিত হওয়া আইপিএল শুরু হয়েছে ১৭ মে। সেদিনেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তাদের ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেছে। 

আইপিএল গভর্নিং কাউন্সিল প্লেয়িং কন্ডিশন সংশোধনের সিদ্ধান্ত নেয় মঙ্গলবার। সেদিন তারা জানায়, বাকি ৯টি লিগ পর্বের ম্যাচের প্রতিটিতে অতিরিক্ত ১২০ মিনিট দেওয়া হবে। যাতে বৃষ্টির কারণে বিঘ্ন ঘটলে পুরো ২০ ওভারে ম্যাচ শেষ করা যায়। আগের নিয়ম অনুযায়ী ম্যাচের নির্ধারিত সময়ের পর আরও এক ঘণ্টা বাড়ানোর সুযোগ ছিল। প্লে-অফের ক্ষেত্রে ছিল দুই ঘণ্টা পর্যন্ত।

মঙ্গলবার আইপিএলের প্রধান অপারেটিং অফিসার হেমাঙ্গ আমিন দশটি ফ্র্যাঞ্চাইজিকে এক ইমেইলে জানান, ‘বর্ষা আগে শুরু হওয়ায় অনেক ম্যাচ বৃষ্টিতে বিঘ্নিত হওয়ার ঝুঁকিতে আছে।’ 

কিন্তু এতদিন পর এমন সিদ্ধান্ত নেয়ায় কলকাতা নাইট রাইডার্স বিষয়টাকে সহজভাবে নেয়নি। ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর সেই মেইলের জবাবে পাল্টা প্রশ্ন তুলে বলেছেন, ‘এমন সংশোধনী কি ১৭ মে বেঙ্গালুরু ও কেকেআরের ম্যাচ থেকেই কার্যকর করা যেত না?’ তিনি আরও বলেছেন, ‘পরিস্থিতির প্রেক্ষিতে মৌসুমের মাঝখানে নিয়মে পরিবর্তন আনা প্রয়োজনীয় হতে পারে, কিন্তু এ ধরনের পরিবর্তনে আরও ধারাবাহিকতা প্রত্যাশিত।’