X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

নিয়মরক্ষার ম্যাচে হারলো চেন্নাই সুপার কিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ০০:০০আপডেট : ২১ মে ২০২৫, ০০:১৩

আইপিএলের নিয়মরক্ষার ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। দুই দলই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। প্রথমে ব্যাট করে মহেন্দ্র সিং ধোনির দল ৮ উইকেটে করেছে ১৮৭ রান। জবাবে নবীন ক্রিকেটার বৈভব সূর্যবংশীর ব্যাটে ১৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। 
দুই দলের জয় পরাজয়ে অবশ্য কোন কিছুই যায় আসে না। এই হারে ধোনির দল পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬। অন্যদিকে রাজস্থান ১৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে নয় নম্বরে।

চেন্নাইয়ের দেওয়া ১৮৮ রান তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়াল ও ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী ইনিংসের গোরাপত্তন করেন। দিল্লির মাঠে মঙ্গলবার আইপিএলে নিজের সপ্তম ম্যাচ খেলতে নামা বিহারের কিশোরকে পরিণতই দেখা গেছে। ওপেনিংয়ে জয়সওয়ালের সঙ্গে গড়েছেন ৩৭ রানের জুটি। জওসওয়াল ৩৬ রানে সাজঘরে ফেরার পর সাঞ্জু স্যামসনের সঙ্গে গড়েন ৯৮ রানের জুটি। ৩১ বলে ৪১ রান করে স্যামসন সাজঘরে ফেরার কিছুক্ষণ পর বৈভবও ফেরেন। তার আগে ধোনিদের ওপর আগ্রাসন চালিয়ে গেছেন তিনি। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৫৭ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। এরপর রায়ান পরাগ দ্রুত (৩) বিদায় নিলেও ধ্রুব জুরেল (৩১) এবং শিমরন হেটমেয়ার (১২) ১৭ বল বাকি থাকতেই দলকে লক্ষ্যে পৌঁছে দেন।  

চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন রবিচন্দন অশ্বিন।

এর আগে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান তোলে চেন্নাই। ধোনিদের কেউই প্রত্যাশামতো ব্যাটিং করতে পারেননি। সর্বোচ্চ ৪৩ রান আসে আইয়ুশ মাত্রের ব্যাট থেকে। এছাড়া ডেওয়াল্ড ব্রেভিস ২৫ বলে ৪২ এবং শিবম দুবে ৩২ বলে ৩৯ রান করে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন।  

২৯ রানে তিন উইকেট নিয়ে চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপকে আটকে রেখে ম্যাচ সেরা হয়েছেন আকাশ মাধওয়াল। যুধবীর সিং ৪৭ রানে নেন তিনটি উইকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদপিষ্টে নিহতের ঘটনায় আরসিবির শীর্ষ কর্মকর্তা গ্রেফতার
পদপিষ্টে ১১ মৃত্যু: ভাষা হারিয়ে ফেলেছেন কোহলি
বেঙ্গালুরু পেলো শিরোপা, আর কে কী পেলেন?
সর্বশেষ খবর
যমুনা, সচিবালয়সহ পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ
যমুনা, সচিবালয়সহ পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ
জিএম কাদেরের বিরুদ্ধে জাপার একদল নেতার সংবাদ সম্মেলন
জিএম কাদেরের বিরুদ্ধে জাপার একদল নেতার সংবাদ সম্মেলন
হিমাগারে ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে আলু ফেলে সড়ক অবরোধ
হিমাগারে ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে আলু ফেলে সড়ক অবরোধ
যুক্তরাষ্ট্র শুল্ক না কমালে অর্থনীতিতে প্রভাব পড়বে: বাণিজ্য সচিব
যুক্তরাষ্ট্র শুল্ক না কমালে অর্থনীতিতে প্রভাব পড়বে: বাণিজ্য সচিব
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ