অক্ষর প্যাটেলের বদলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে আজ ফাফ ডু প্লেসি। মাত্র এক পয়েন্ট আগে-পেছনে থাকা দুই দল মুখোমুখি হচ্ছে প্লে অফের শেষ জায়গা পাওয়ার লড়াইয়ে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নিয়েছে দিল্লি। তাদের একাদশে আবারও জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আগের ম্যাচে বাংলাদেশি পেসার ২৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। গুজরাট টাইটান্সের কাছে পাত্তাই পায়নি দিল্লি।
মুম্বাই ইন্ডিয়ান্স (একাদশ): রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা।
দিল্লি ক্যাপিটালস (একাদশ): ফাফ ডু প্লেসি (অধিনায়ক), অভিষেক পোরেল (উইকেটকিপার), সমীর রিজভি, আশুতোষ শর্মা, ট্রিস্টান স্টাবস, দুষ্মন্ত চামিরা, ভিপ্রাজ নিগম, মাধব তিওয়ারি, কুলদীপ যাদব, মোস্তাফিজুর রহমান, মুকেশ কুমার।