বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে আবার পাকিস্তান সুপার লিগে খেলতে চলে গেছেন রিশাদ হোসেন। আজ বৃহস্পতিবার এলিমিনেটর রাউন্ডে তার দল লাহোর কালান্দার্স করাচি কিংসের মুখোমুখি হবে। সেই ম্যাচের আগেই পাকিস্তান পৌঁছে গেছেন বাংলাদেশের লেগ স্পিনার।
ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল স্থগিত হওয়ার সময় যারা পাকিস্তান ছেড়েছিলেন, রিশাদ ছিলেন তাদের অন্যতম।
রিশাদের যোগ দেওয়ায় লাহোরে এখন স্পিন আক্রমণে তিন বাংলাদেশি। রিশাদ ছাড়া বাকি দুজন হলেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। সাকিব ইতোমধ্যেই এক ম্যাচ খেলেছেন। মেহেদী যোগ দিয়েছেন দু’দিন আগে।
রিশাদ এর আগেই লাহোরের হয়ে খেলেছেন ৫ ম্যাচ। ১৬.৪৪ গড়ে নিয়েছেন ৯ উইকেট। তার পর অবশ্য আরব আমিরাতের বিপক্ষে ভালো যায়নি সময়। দুই ম্যাচে তিন উইকেট নিলেও রান দিয়েছেন অনেক।
রিশাদ আপাতত লাহোরের হয়ে পিএসএলের বাকি ক্যাম্পেইনে থাকবেন। তাকে এনওসি দেওয়া হয়েছে ২২ থেকে ২৫ মে। তার পর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ২৮ মে।