ডিআরএস ছাড়াই শেষ হবে বাকি পিএসএল

পাকিস্তান সুপার লিগের বাকি অংশের খেলা ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ছাড়াই চলবে। এই টুর্নামেন্টে প্রযুক্তির দায়িত্বে থাকা হক আই টিম লিগ পুনরায় শুরু হওয়ার পর পাকিস্তানে ফেরেনি। ভারত-পাকিস্তান সংঘাতে লিগ পর্বের শেষ সময়ে পিএসএল স্থগিত হয়েছিল।

২০১৭ সাল থেকে পিএসএলে ডিআরএস ব্যবহৃত হয়ে আসছে। গত ৭ মে লিগ স্থগিত হওয়া পর্যন্তও এটির ব্যবহার করা হয়েছে। তারপর প্রতিযোগিতা ফের শুরু হলেও কোনও ধরনের ঘটনা বা বিতর্ক ছাড়াই পাঁচ ম্যাচ শেষ হয়েছে। ডিআরএস না থাকার ব্যাপারে পিএসএল কিংবা পিসিবি প্রকাশ্যে কিছু বলেনি।

ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে বড় ধরনের লজিস্টিকাল চ্যালেঞ্জের মুখে পড়ে পিএসএল। প্রডাকশন ক্রুদের অতিরিক্ত সাত দিন থাকারও ব্যাপার ছিল। 

আগের সূচিতে পাকিস্তান ও বাংলাদেশ সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে, সেদিন সংশোধিত সূচিতে পিএসএল ফাইনাল হবে। দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ পিছিয়ে গেছে তিন দিন, ম্যাচের সংখ্যাও পাঁচ থেকে তিনে কমানো হয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে এলিমিনেটরে মুখোমুখি হচ্ছে করাচি কিংস ও লাহোর কালান্দার্স। বুধবার গত বছরের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে ২০১৯ সালের পর প্রথমবার ফাইনাল নিশ্চিত করেছে কোয়েটা গ্লাডিয়েটর্স।

আগামীকাল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদ মুখোমুখি হবে এলিমিনেটরে বিজয়ী দলের বিপক্ষে। এই ম্যাচ জয়ী দল যাবে ফাইনালে।