'খলনায়ক' স্টোকসের পাশে মরগান

হতাশায় ভেঙে পড়লেন স্টোকসশেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জিততে দরকার ১৯ রান। ম্যাচ তখন ইংলিশদের দিকেই। জয়ের প্রস্তুতি প্রায় সেরেই ফেলেছিলেন ইংলিশ অধিনায়ক মরগান। বল হাতে এলেন বেন স্টোকস। স্ট্রাইকে আট নম্বরে নামা কার্লোস ব্রাথওয়েট।

এমন অবস্থায় সাধারণত চাপে থাকার কথা ব্যাটসম্যানের। কিন্তু কোথায় কি! প্রথম বলেই স্টোকসকে ছক্কা হাঁকান ব্রাথওয়েট। বলটি গ্যালারিতে গিয়ে মানুষের ভিড়ে মিশে গেলেও আশা ছিল ইং‌ল্যান্ডেরই। পরের বলটিও ছক্কা, জয়ের একদম কাছে ক্যারিবিয়ানরা। চার বলে প্রয়োজন মাত্র ৭ রান। তৃতীয় বলেও ছক্কা। ম্যাচ ড্র। পরের বলে ফের ছক্কা। পরপর চার বলে চার ছক্কা মেরে ইংলিশদের কাছ থেকে বলা যায় বিশ্বকাপ ছিনিয়ে নিলেন ব্রাথওয়েট।

ক্রিকেটবিশ্বে তখন ব্রাথওয়েট বন্দনা। আর ফাইনালের খলনায়ক বনে গেলেন বেন স্টোকস। এমন অবস্থায় তার পাশে দাঁড়ালেন অধিনায়ক মরগান। তিনি বলেন, ‘সে অত্যন্ত চমৎকার বোলার। আমি সত্যিই বিশ্বাস করি যে বিশেষ কোনও কিছু করার শুরু এটা। এটা তার ভুল না। আমরা একসাথে আছি, জয় উপভোগ করি এবং দুঃখও সমান ভাগে ভাগ করে নিই।’

/এমআর/