বড় হারে চিন্তিত নন মরিনহো

3681762800000578-3703423-image-a-85_1469196601205শুক্রবার বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৪-১ ব্যবধানে হেরে গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে অবশ্য দলের সেরা খেলোয়াড়দের নামাননি মরিনহো। তাই চীনের সাংহাইতে অনুষ্ঠিত প্রাক-মৌসুম প্রীতি টুর্নামেন্টে জার্মান ক্লাব ডর্টমুন্ডের কাছে বড় হারেও চিন্তিত নন তিনি!

ম্যাচ শেষ হারের বর্ণনা দিতে গিয়ে কৌশলী মরিনহো বলেন, ‘এটা আসলে ৩ নাম্বার ফর্মুলার বিপক্ষে ১ নাম্বার ফর্মুলার লড়াইয়ের মতোই। তারা (ডর্টমুন্ড) অনেক ক্ষুরধার ছিল। তাই এখনই আমাদের দলের মূল্যায়ন করা কঠিন।'

একই সঙ্গে জানালেন দর বদলে বাজারে আরও খেলোয়াড় কিনতে চান তিনি। মরিনহো বলেন, 'প্রাথমিক পর্যায়ে চার জন খেলোয়াড়ের কথা বলেছি। একজন সেন্ট্রাল ডিফেন্ডার, একজন মিডফিল্ডার, একজন স্ট্রাইকার ও একজন সৃজনশীল খেলোয়াড়। যখন আমরা এই পর্যায়টা পূর্ণ করতে পারব, তখনই দলে ভারসাম্য চলে আসবে।’

আগামী সোমবার পেপ গার্দিওলার মুখোমুখি হচ্ছেন মরিনহো। ওই দিন বেইজিং জাতীয় স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ম্যানইউ।

/এমআর/