মেসির সঙ্গে রোনালদোর কোনও ‘বন্ধুত্ব’ নেই

MAIN-Messi-Ronaldo-Ballon--2ভাবুন তো লিওনেল মেসির কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো, কিংবা দুজনে একসঙ্গে খাবার খেতে গেছেন কোনও রেস্টুরেন্ট। ভাবতে গেলেও অসম্ভব মনে হবে আপনার কাছে। বর্তমান ফুটবলে যাদের প্রতিদ্বন্দ্বিতা খেলাটিকে করেছে আরও আকর্ষণীয়, সেই তাদের মধ্যে যে কোনও রকম বন্ধুত্ব থাকার কথা নয়, সেটা কারও অজানা থাকার কথা নয়। জানা কথাটাই মনে করিয়ে দিয়েছেন রোনালদো এক সাক্ষাৎকারে। যেখানে মেসির সঙ্গে কোনও ‘বন্ধুত্ব’ না থাকার বিষয়টি স্পষ্ট করার সঙ্গে একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধের কথা জানাতেও ভুল করেননি রিয়াল মাদ্রিদ উইঙ্গার।

বিশ্বসেরা খেলোয়াড়ের দৌঁড়টা হয় তাদের মধ্যে। সামনের ব্যালন ডি’অরেও লড়াইটাও মেসি-রোনালদোর মধ্যে হওয়ার আভাস পাচ্ছে ফুটবল বিশ্ব। মাঠের ফুটবলে একে অন্যকে প্রতিনিয়ত ছাপিয়ে যাওয়ার এই লড়াইয়ে কেউ কারও চেয়ে কম যান না। সাফল্যের এই লড়াইয়ে দুজনের মধ্যে যে কোনও বন্ধুত্ব নেই, সেটা পরিস্কার করেছেন রোনালদো, ‘আমরা মোটেও ভালো বন্ধু নই; তবে হ্যা, আমরা একে অন্যকে সম্মান করি।’ মেসি-রোনালদোর দ্বৈরথ মাঠ ছাড়িয়ে মাঠের বাইরে সমানভাবে বহমান, বিশ্ব মিডিয়ায় খবর এমনটাই। রোনালদো অবশ্য সেটা মানতে রাজি নন। মাঠের ভেতরকার লড়াইয়ের বাইরে কিছু নেই বলে জানিয়েছেন পর্তুগিজ অধিনায়ক, ‘সংবাদমাধ্যমে আমাদের শত্রুতার কথা আলোচনা হয় খুব। যদিও (মাঠের বাইরে) এমন কিছু নেই।’

/কেআর/