ইতিহাস থেকে এক ম্যাচ দূরে জিদান

বেনহ্যাকার ও জিদানআগামী দুই ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ও দেপোর্তিভো লা করুনার চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলেই প্রায় তিন দশক আগের ইতিহাস নতুন করে লিখবেন ফরাসি কোচ।

১৯৮৮-৮৯ মৌসুমে টানা ৩৪ ম্যাচ অজেয় থাকা লিও বেনহ্যাকারের রিয়াল মাদ্রিদকে ছোঁয়ার অপেক্ষায় জিনেদিন জিদান। ন্যু ক্যাম্পে শনিবারের ড্রয়ে এবং ভিসেন্তে ক্যালদেরনে আগের সপ্তাহের জয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত তার রিয়াল। এবার বরুশিয়া ডর্টমুন্ড ও দেপোর্তিভো লা করুনার চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলেই প্রায় ৩০ বছর আগের ইতিহাস নতুন করে লিখবেন জিদান। মজার ব্যাপার হলো- বেনহ্যাকারের সঙ্গে জিদানের দলের কিছুটা মিল দেখা যাচ্ছে।

বেনহ্যাকারের দলের রেকর্ডটি হয়েছিল ১৯৮৮ সালের ২ অক্টোবর থেকে ১৯৮৯ সালের ৯ এপ্রিলের মধ্যে, সর্বমোট ১৮৯ দিন। আর জিদানের শিষ্যদের এই পথচলা শুরু হয় এই বছরের ৯ এপ্রিল থেকে। উলফসবার্গের বিপক্ষে ২-০ গোলে অ্যাওয়ে ম্যাচ হারার কয়েকদিন পর অ্যাইবারের বিপক্ষে ৪-০ গোলের জয়ে এই যাত্রা শুরু। ২৩৯ দিন ধরে তারা অপরাজিত। উল্লেখ করতে হয় যে এই পথচলা শুরু হয়েছিল গত মৌসুম থেকে।

সময়ের হিসাবে মিলটা কাছাকাছি থাকলেও পুরোপুরি মিলে গেছে একটি বিষয়ে। এই অজেয় থাকার পথে দুই দলের জয়ই সমান। বেনহ্যাকারের দল জিতেছিল ২৫ ম্যাচ এবং ড্র ছিল ৯টি। অন্যদিকে ৩৩ ম্যাচ অজেয় থাকতে সমান ২৫ জয় ও ৮টি ড্র করেছে জিদানের দল, আর একটি ড্র হলে তো বেনহ্যাকারের সঙ্গে তার ড্রয়েল হিসাবও মিলে যাবে।

বেনহ্যাকারের ওই মৌসুম অনুপ্রেরণা হতে পারে জিদানের জন্য। কারণ ডাচ কোচের অধীনে ওইবার রিয়াল জিতেছিল লা লিগা শিরোপা। ওই বছরের কোপা ডেল রেও যায় মাদ্রিদ ক্লাবের হাতে। আর জিদানের দল এই অজেয় থাকার পথে জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা সুপার কাপ। বেনহ্যাকারের রেকর্ডে চোখ রেখে নিশ্চয় লা লিগার স্বপ্নও দেখছেন ফরাসি কোচ।

/এফএইচএম/