মেসির হাতে ব্যালন ডি’অর দেখছেন নেইমার

neymarmessironaldocropped_1lj135z2gojt2109cwr80naykjফুটবল বিশ্বের চোখে ফ্রান্স ফুটবলের দেওয়া পুরস্কারটির দৌড়ে ক্রিস্তিয়ানো রোনালদো ফেভারিট হলেও নেইমার বিশ্বসেরা খেলোয়াড় হিসেবে বেছে নিলেন মেসিকেই।

লিওনেল মেসিকে সেরা মানেন তিনি সব সময়। বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের নামটাই শোনা যায় নেইমার মুখে। ব্যালন ডি’অরের লড়াইয়ে স্বাভাবিকভাবেই ব্রাজিলিয়ান তারকা এগিয়ে রাখছেন তার বার্সেলোনা সতীর্থকে। ফুটবল বিশ্বের চোখে ফ্রান্স ফুটবলের দেওয়া পুরস্কারটির দৌড়ে ক্রিস্তিয়ানো রোনালদো ফেভারিট হলেও নেইমার বিশ্বসেরা খেলোয়াড় হিসেবে বেছে নিলেন মেসিকেই।

সামনের সপ্তাহে ঘোষণা করা হবে ২০১৬ সালের ব্যালন ডি’অর জয়ীর নাম। পুরস্কারটি দেওয়ার আগে বাতাসে ভাসছে রোনালদোর নামটাই। গত মৌসুমের পারফরম্যান্স ও সাফল্যের কারণে পতুর্গিজ যুবরাজের এগিয়ে থাকা। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর রোনালদো জাতীয় দল পতুর্গালের জার্সিতে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। এর পরও রোনালদো নয়, নেইমারর ভোট মেসির বাক্সে। গত মৌসুমে লা লিগার শিরোপা জেতা মেসিকে বেছে নিয়েছেন নেইমার এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে, ‘জানি না কে জিতবে (পুরস্কারটি), আমার কাছে একজনই সেরা, আর সেটা হলো মেসি।’ রোনালদোর ওপর পূর্ণ শ্রদ্ধা রেখেই সঙ্গে যোগ করলেন, ‘রোনালদো অসাধারণ খেলোয়াড়, ও বিশ্বসেরা। অনেক বছর ধরে নিজের সেরা ফর্মে আছে, তাকে আমি সম্মানও করি। তবে আমার কাছে মেসিই এর দাবিদার।’

চলতি মৌসুমে মেসি বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত লক্ষ্যভেদ করেছে ২০বার। যার ৯টি এসেছে লা লিগা থেকে, আর চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন ১০টি। গোল ডটকম

/কেআর/