মেসির চুক্তি নবায়ন বিষয়ে এনরিকে ‘নীরব’

lucho-and-leoমেসির ন্যু ক্যাম্প ভবিষ্যৎ নিয়ে বাতাসে ভাসতে থাকা গুঞ্জনের সত্যতা কতটুকু, এ বিষয়ে মুখ খুললেন না বার্সেলোনা কোচ লুই এনরিকে। তবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী চুক্তি নবায়ন করলে যে তা উদযাপন করবেন, সেটা আনন্দের সঙ্গেই জানিয়ে রাখলেন তিনি।

মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া দৈনিক ‘মার্কা’ বোমাটা ফাটিয়েছিল দিন কয়েক আগে। স্প্যনিশ ক্রীড়া দৈনিকের খবর ছিল বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করতে চাইছেন না লিওনেল মেসি। যদিও এখন শোনা যাচ্ছে বার্সেলোনা চুক্তির প্রাথমিক আলোচনার জন্য বসতে যাচ্ছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের বাবা হোর্হে মেসির সঙ্গে। মেসির ন্যু ক্যাম্প ভবিষ্যৎ নিয়ে বাতাসে ভাসতে থাকা গুঞ্জনের সত্যতা কতটুকু, এ বিষয়ে মুখ খুললেন না অবশ্য বার্সেলোনা কোচ লুই এনরিকে। তবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী চুক্তি নবায়ন করলে যে তা উদযাপন করবেন, সেটা আনন্দের সঙ্গেই জানিয়ে রাখলেন তিনি।

শনিবার ওসাসুনার বিপক্ষে ছিল বার্সেলোনার লিগ ম্যাচ। ওই ম্যাচের সংবাদসম্মেলনে মেসির চুক্তি নবায়ন প্রসঙ্গে প্রশ্নের সামনে পড়েন এনরিকে। দলের সেরা অস্ত্রের বার্সেলোনা ভবিষ্যৎ নিয়ে তার বক্তব্য, ‘আমি এখন নিশ্চিন্ত, স্বাগত জানাই শুরু হওয়ার ওর চুক্তি নবায়নের আলোচনাকে। অন্য খেলোয়াড়, যারা ইতিমধ্যে নবায়ন করেছে, তাদের সঙ্গে মেসিও যোগ দেবে। যখনই চূড়ান্ত ঘোষণা আসবে, আমরা সবাই মিলে তা উদযাপন করব।’ যদিও চুক্তি নবায়নটা কবে হতে পারে, সে বিষয়ে এনরিকে নীরব, ‘এই মুহূর্তে কোনও কিছুর ভবিষ্যদ্বাণী করাটা ঠিক হবে না আমার।’

শুক্রবার মার্কা ছেপেছিল, মেসির সঙ্গে চুক্তি আলোচনায় খুব একটা স্বস্তি নেই বার্সেলোনা। মেসির বাবা আলোচনার জন্য বার্সেলোনা আসছে, তবে সেই আলোচনা কতটা কার্যকরী হবে, সে নিয়ে সংশয় প্রকাশ করেছিল মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া দৈনিকটি। মার্কা

/কেআর/