ববি চার্লটনের রেকর্ড স্পর্শ করলেন রুনি

রেকর্ড স্পর্শ করা গোলটি উদযাপন করলেন রুনিরিডিংয়ের বিপক্ষে গোল করে ফুটবল গ্রেট স্যার ববি চার্লটনের ২৪৯ গোলের মাইলফলক স্পর্শ করলেন ক্লাব অধিনায়ক।

শনিবার রিডিংয়ের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ২৪৯তম গোল করলেন ওয়েন রুনি। ক্লাবের সর্বকালের শীর্ষ গোলের রেকর্ডও যুগ্মভাবে দখল করেছেন ইংলিশ তারকা।

১৯৫৬ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত স্যার ববি চার্লটনের গড়া রেকর্ডটি থেকে এক গোল পিছিয়ে জ্যাপ স্ট্যামের দলের বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ডে নামেন রুনি। তিনিই ইউনাইটেডকে ১-০ গোলে এগিয়ে দেন এবং লিজেন্ডারি ক্লাব ডিরেক্টরের পাশে বসেন।

হুয়ান মাতার বানিয়ে দেওয়া বলে লক্ষ্যভেদ করেন রুনি। ম্যাচ ঘড়িতে তখন মাত্র ৭ মিনিট। ম্যানইউ অধিনায়কের গোলে ওল্ড ট্রাফোর্ডে উল্লাসে ফেটে পড়ে ক্লাব সমর্থকরা। এরপর ১৫ মিনিটে অ্যান্থনি মার্শারে গোলে ২-০ ব্যবধানে বিরতিতে যায় ম্যানইউ। শেষ ৪৫ মিনিটে মার্কুস রাশফোর্ডের জোড়া গোলে ৪-০ তে জিতে এফএ কাপে শিরোপা অক্ষুণ্ন রাখার মিশন শুরু করল রেড ডেভিলরা।

২০০৪ সালে এভারটন থেকে দুই কোটি ৭০ লাখ পাউন্ডে ইউনাইটেডে চুক্তিবদ্ধ হন রুনি। চার্লটনের চেয়ে ২১৫ ম্যাচ ও চার বছর কম খেলেই ক্লাবের সর্বোচ্চ গোলদাতার যৌথ আসনে বসলেন তিনি। মাত্র ৫৪৩ ম্যাচ লেগেছে তার রেকর্ড স্পর্শ করতে। সূত্র- গোলডটকম

/এফএইচএম/