মিডিয়া ফুটবলের ফাইনাল মঙ্গলবার

pix 3বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজনে ও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় কুল-বিএসজেএ মিডিয়া ফুটবলের সেমিফাইনালে পৌঁছেছে  সমকাল, ইন্ডিপেনডেন্ট টিভি,  ঢাকা ট্রিবিউন ও বৈশাখী টিভি।

কাল মঙ্গলবার ফাইনাল এবং সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে খেলবে সমকাল  ও বৈশাখী টিভি, দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইন্ডিপেনডেন্ট টিভি ও ঢাকা ট্রিবিউন।  ফাইনাল মাঠে গড়াবে বেলা ১১ টায়। 

আজ রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংলগ্ন কৃত্রিম টার্ফে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে সমকাল ১-০ গোলে সময় টিভিকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। সমকালের জয়সূচক গোলটি করেন সাদমান সাকিব। তিনিই হন ম্যাচের সেরা।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ইন্ডিপেনডেন্ট টিভি ৪-০ গোলে বাংলাভিশনকে হারিয়ে দেয়। ইন্ডিপেনডেন্ট টিভির বিপ্লব ভুঁইয়া হ্যাটট্রিক করেন ও ম্যাচ সেরা নির্বাচিত হন। অন্য গোলটি আসে মাঝহারের পা থেকে।

তৃতীয় কোয়ার্টার ফাইনালে ঢাকা ট্রিবিউন পেনাল্টি শুটআউটে জনকণ্ঠকে ৪-৩ গোলে হারিয়ে পৌঁছে যায় শেষ চারে। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র ছিল। ঢাকা ট্রিবিউনের বায়েজিদ হক হন ম্যাচ সেরা।

চতুর্থ কোয়ার্টার ফাইনালে বৈশাখী টিভি ১-০ গোলে দ্য ডেইলি স্টারকে পরাজিত করে নাম লেখায় শেষ চারে। ম্যাচ সেরা জাহিদুজ্জামান করেন বৈশাখী টিভির জয়সূচক গোলটি।

ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার এবং রানার্সআপ দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে।

জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় খন্দকার রকিবুল ইসলাম, বিএসজেএ’র ভারপ্রাপ্ত সভাপতি  অঘোর মন্ডল  ম্যাচ সেরার পুরস্কার প্রদান করেন।

/আরএম/এফএইচএম/