মেসিকে নিয়ে মন্তব্যে বরখাস্ত বার্সা কর্মকর্তা

লিওনেল মেসিলিওনেল মেসি থাকলেই দলের চেহারা পাল্টে যায়। না থাকলে তার অভাব ভালোভাবে টের পাওয়া যায়। কিন্তু পেরে গ্রাটাকোসের দাবি উল্টো। তার মতে বার্সেলোনায় মেসির গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পেছনে আন্দ্রেস ইনিয়েস্তা, নেইমার ও জেরার্দ পিকের অবদান বেশি। তারা না থাকলে আর্জেন্টাইন তারকা সাধারণ মানের একজন। শুক্রবার কোপা দেল রের ড্র অনুষ্ঠানে এমন মন্তব্য করার কয়েক ঘণ্টা পরই চাকরি হারালেন ক্লাবের পরিচালক বোর্ডের এ কর্মকর্তা।

ন্যু ক্যাম্পে প্রশিক্ষণ ও শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন গ্রাটাকোস। এছাড়া বিখ্যাত লা মাসিয়া যুব একাডেমির একটি প্রকল্পের দেখভাল করেন তিনি। অবশ্য মেসিকে নিয়ে মন্তব্য করার পর শুধু পরিচালকের পদটিই হারালেন গ্রাটাকোস।

শুক্রবার কোপা দেল রের ড্র অনুষ্ঠানে গ্রাটাকোসকে কেউ একজন মেসির গুরুত্ব নিয়ে প্রশ্ন করেছিলেন। জবাবে এ কর্মকর্তার বলেছেন, ‘লিও দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু দলটি শুধু তাকে নিয়ে নয়। আন্দ্রেস ইনিয়েস্তা, নেইমার ও অন্য সতীর্থদের ছাড়া এত ভালো খেলোয়াড় সে হতে পারত না।’

মেসিকে ধরে রাখতে যারপরনাই চেষ্টা করে যাচ্ছে বার্সেলোনা। এখনও চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের কোনও ইতিবাচক আলোচনা হয়নি। এমন সময়ে ক্লাব কর্মকর্তার কাছ থেকে এধরনের মন্তব্য কানে গেলে হয়তো মেসি বেঁকে বসতে পারেন। এমন আশঙ্কা থেকেই হয়তো বরখাস্তের সিদ্ধান্ত নিতে পারে কাতালান ক্লাবটি। অবশ্য বার্সা জানিয়েছে- ক্লাবের সঙ্গে সম্পর্ক নেই এমন মন্তব্য ব্যক্ত করেছেন তিনি। আর তাই চাকরি হারিয়ে মাশুল দিতে হলো গ্রাটাকোসকে। সূত্র- ইএসপিএন, গোলডটকম

/এফএইচএম/