লাল কার্ডের বিপক্ষে আবেদন চান সুয়ারেস

লাল কার্ডের বিপক্ষে আবেদন চান সুয়ারেস কোপা দেল রের ফাইনালে উঠলেও এই ম্যাচে খেলতে পারছেন না বার্সা তারকা লুই সুয়ারেস। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে উরুগুয়ের তারকাকে। তাই এমন ঘটনার বিপক্ষে বার্সা আবেদন করবেন বলেই আশা করছেন সুয়ারেস। অবশ্য ওই ফাউলকে ভিন্নচোখেই দেখছেন তিনি, ‘ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ডে আমার হাসিই পাচ্ছে। কারণ সেটা ফাউল ছিল না। আমি তখন কিছুই করিনি। আশা করছি আমার ক্লাব এর বিরুদ্ধে আবেদন করবে।’

সুয়ারেসের এমন সিদ্ধান্তের পক্ষেই রয়েছেন বার্সা কোচ লুই এনরিকে, ‘ক্লাব যদি আবেদন করতে চায় তাহলে আমি তাতে রাজি আছি। তবে অতীত কিন্তু ভিন্ন কিছু বলে।’ কী সেই ভিন্ন কিছু? এনরিকের জবাব, ‘অতীতে ভালো কিছুর বিপক্ষে আবেদন করেও তার ফলটা কী হয়েছিল সেটা সবারই জানা।’

ফাইনালে তাকে না পাওয়া গেলে সেটা দলের জন্য হতাশার হিসেবেই দেখছেন এনরিকে, ‘এটা হতাশাজনকই যে আমার দলের কেউ ফাইনাল খেলতে পারছে না। কিন্তু দিন শেষে এটা মানতেই হবে যে ফুটবলে এমনটি হয়েই থাকে।’  

/এফআইআর/