বার্সাকে হারিয়ে শেষ আটে এক পা পিএসজির

 

_94649620_angeldimariaউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চমকই দেখলো বার্সেলোনা! শেষ ষোলোর লড়াইয়ে প্রথম লেগে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কাছে ৪-০ গোলে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা। চমক বলতেই হচ্ছে কারণ গত দশ বছরে এই প্রথম কোয়ার্টার ফাইনালের আগেই ছিটকে যাওয়া শঙ্কায় রয়েছে কাতালানরা! আর প্রথম লেগে বড় ব্যবধানে জিতে পরের পর্বে এক পা দিয়ে রাখলো পিএসজি।

এদিন পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে পিএসজি। বিশেষ করে তারকা ডি মারিয়া ছিলেন আগ্রাসী ভূমিকায়। তার বাঁকানো ফ্রি কিকেই প্রথম গোলে এগিয়ে যায় পিএসজি। গোলটি আসে ১৮ মিনিটেই। এরপর ৪০ মিনিটে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুন করেন ড্রাক্সলার।

উল্টো দিকে পাল্টা আক্রমণে যেতে বার্সার ত্রয়ী তারকা মেসি, নেইমার ও সুয়ারেস ছিলেন পুরোপুরিই নিষ্প্রভ। বেশ কয়েকটি সুযোগ আসলেও লক্ষ্য ভেদ করতে পারেনি একটিও।

উল্টো দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে জোড়া গোলের দেখা পেয়ে নিজের আগ্রাসন বজায় রাখেন আর্জেন্টাইন ডি মারিয়া। এখানেই শেষ নয়, খেলার ধারায় ৭১ মিনিটে পিএসজির হয়ে চতুর্থ গোলটি করেন এডিনসন কাভানি।

এই হারের পর দ্বিতীয় লেগটি অনুষ্ঠিত হবে ৮ মার্চ। পরের পর্বে যেতে হলে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসটাকে নতুন করেই লিখতে হবে লুইস এনরিকের শিষ্যদের। কারণ লিগে কোনও দলই ফিরতি লেগে ৪ গোলের ব্যবধান অতিক্রম করতে পারেনি!

/এফআইআর/